DA না বাড়লেও ফেব্রুয়ারিতেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে! দ্বিগুণ করা হল এই ভাতা

ডিএ না বাড়লেও ফেব্রুয়ারিতেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে! দ্বিগুণ করা হল এই ভাতা

Anulekha Kar | Published : Jan 11, 2025 10:22 AM / Updated: Jan 11 2025, 11:51 AM IST
19

বাড়ল না ডিএ কিন্তু প্রায় দ্বিগুণ করা হয়েছে সরকারি কর্মীদের এই ভাতা।

29

যার দরুণ বেশ অনেকটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার বেশ খুশির খবর দিল রাজ্য সরকার।

39

এখনও পর্যন্ত ডিএ নিয়ে বিশেষ কোনও আপডেট নেই। বেশ কিছু রাজ্যে বাড়লেও এখনও পর্যন্ত বাড়েনি বাংলার কর্মীদের মহার্ঘ ভাতা।

49

তবে খুব শিঘ্রই ৩ শতাংশ ডিএ ঘোষণা করার কথা হয়েছিল। তবে কবে ঠিক এই ঘোষণা করা হবে তার কোনও সঠিক ধারণা পাওয়া যায়নি।

59

এর মাঝেই মিলল দারুণ সুখবর। সরকারি কর্মীদের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে ভাতা।

69

ফলে ফেব্রুয়ারি মাসেই মোটা টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

79

এবার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য।

89

এখন থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা।

99

এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানো হল হোমগার্ডদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos