ধন্যি প্রৌঢ়ের অধ্যবসায়, ১৯ বছর ধরে খালি হাতে ফেরার পর অবশেষে লটারি জিতে কোটিপতি!

লটারিতে প্রথম পুরস্কার জিতে কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সবার ভাগ্যে লটারিতে প্রথম পুরস্কার জিতে বিপুল অর্থের অধিকারী হওয়া থাকে না। তবে মুর্শিদাবাদের এক প্রৌঢ়ের স্বপ্নপূরণ হয়েছে।

Soumya Gangully | Published : Jan 10, 2025 7:54 PM
110
১৯ বছর ধরে লটারির টিকিট কেটে যাচ্ছিলেন, অবশেষে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ

ঠিক যেন রবার্ট ব্রুসের যুদ্ধে যাওয়ার গল্প। ১৯ বছর ধরে লটারিতে টিকিট কেটে গেলেও, কোনওবারই বাজিমাত করতে পারছিলেন না। এবার কোটি টাকার পুরস্কার জিতলেন এক প্রৌঢ়।

210
৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতলেন এই প্রৌঢ়

রাজ্যে যে লটারি সংস্থা সবচেয়ে জনপ্রিয়, ৩০ টাকা দিয়ে সেই সংস্থার এক সেট টিকিট কেটেই এক কোটি টাকার পুরস্কার জিতলেন প্রৌঢ়।

310
লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতে এই প্রৌঢ়ের জীবন বদলে যেতে চলেছে

যে প্রৌঢ় লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন, তিনি অত্যন্ত দরিদ্র। ফলে লটারিতে পুরস্কার জিতে তিনি নতুনভাবে জীবন শুরু করার আশায়।

410
লটারিতে প্রৌঢ়ের কোটি টাকার পুরস্কার জেতা নিয়ে এখন সরগরম মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজ গ্রামের বাসিন্দা ওয়াদ আলি শেখ লটারিতে কোটি টাকার পুরস্কার জিতেছেন।

510
সোমবার সন্ধেবেলা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটার পরেই এল খুশির খবর

সোমবার সন্ধেবেলা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন এই প্রৌঢ়। এই টিকিটেই তিনি এক কোটি টাকার পুরস্কার জিতলেন।

610
১৯ বছর ধরে লটারির টিকিট কেটে খালি হাতে ফিরলেও হতাশ হয়ে পড়েননি এই প্রৌঢ়

টানা ১৯ বছর ধরে ক্রমাগত লটারির টিকিট কিনে গিয়েছেন এই প্রৌঢ়। কিন্তু এত বছর ধরে তিনি টাকার মুখ দেখতে পাননি। এবার এই প্রৌঢ়ের স্বপ্নপূরণ হল।

710
শ্রমিকের কাজ, ভটভটি চালিয়ে সংসারের ঘানি টেনেছেন, এবার সুখে থাকার আশায় ওয়াদ আলি শেখ

ওয়াদ আলি শেখ নামে এই প্রৌঢ় জীবনের শুরুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে তিনি এখন ভটভটি করে বিভিন্ন পণ্য বহন করেন। এভাবেই তিনি সংসার চালান। তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলে মারা গিয়েছেন। এক ছেলে হকার। মেয়ের বিয়ে দিয়েছেন এই প্রৌঢ়।

810
লটারিতে কোটি টাকার পুরস্কার জেতার পর এবার পাকা বাড়ি করতে চান এই প্রৌঢ়

ওয়াদ আলি শেখ সপরিবারে জীর্ণ বাড়িতে থাকেন। এবার হাতে মোটা টাকা এলে তিনি জমি কিনতে চান এবং ভালো বাড়ি করতে চান। 

910
সব টাকা নিজের হাতে না রেখে ছেলে-মেয়েকেও ভাগ দিতে চান ওয়াদ আলি শেখ

ওয়াদ আলি শেখ নামে এই প্রৌঢ় জানিয়েছেন, তিনি ছেলে-মেয়েকে লটারির পুরস্কারের টাকার ভাগ দিয়ে তাঁদের স্বনির্ভর করে তুলতে চান।

1010
লটারিতে কোটি টাকার পুরস্কার জিতে গ্রামে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন ওয়াদ আলি শেখ

এতদিন গরিব ওয়াদ আলি শেখ অবহেলিত ছিলেন। কিন্তু লটারিতে কোটি টাকার পুরস্কার জেতার পর তিনি গ্রামে সবার নজরে পড়ে গিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos