রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, নতুন করে শুরু রাজনৈতিক তরজা। বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে এবার বস্তা ভর্তি ভুয়াভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য। রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড। ব
Fake Voter Cards: রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, নতুন করে শুরু রাজনৈতিক তরজা। বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে এবার বস্তা ভর্তি ভুয়াভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য। রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড। বিরোধীদের দাবি আদালতের নির্দেশ স্বীকার পরই শাসক দলের (TMC News) দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি (Fake Voter Card) ফেলে রেখে গিয়েছে। ঘটনাস্থল, নদীয়ার শান্তিপুর থানার কৃষ্ণ কালীতলা এলাকা (Nadia News)।
সূত্রের খবর, শান্তিপুর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। এরপরই ওই বস্তার চারপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পান তাঁরা। সন্দেহ হওয়ায় ওই বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলী আবার নদীয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে। অন্যদিকে, ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি (BJP Bengal) নেতা সোমনাথ কর বলেন, ''যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে তখনই শাসকদলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ড গুলি ফেলে রেখে গেছে। মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।''
বিজেপির প্রতিক্রিয়া নিয়ে পাল্টা আক্রমণ করেছে রাজ্যে শাসক দল। স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহা দাবি করে বলেন, ''রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ধরে ধরে ভুয়ো ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি। সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে। যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা সম্পূর্ণ তদন্তের দায়িত্ব রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপর। নিশ্চয়ই তারা তদন্ত করবে। তবে এই ঘটনায় শাসক দল কোনও ভাবে যুক্ত নয়।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।