হলদিয়া বন্দরে আগুন! মালপত্র নামানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থলে দমকল

ফের রাজ্যে আগুনের ঘটনা।তবে এবার কলকাতায় নয়, হলদিয়া বন্দরে।

Subhankar Das | Published : Jun 15, 2024 6:53 PM IST / Updated: Jun 16 2024, 01:06 AM IST

ফের রাজ্যে আগুনের ঘটনা।তবে এবার কলকাতায় নয়, হলদিয়া বন্দরে।

এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হলদিয়া বন্দরে। বলা যেতে পারে, একেবারে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। হলদিয়া বন্দরের দু-নম্বর বার্থে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশে। মালপত্র নামানোর জন্য যে মোবাইল ক্রেন ব্যবহার করা হয়, সেই ক্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। কার্যত, মালপত্র নামানোর সময় হলদিয়া বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Latest Videos

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, হলদিয়া বন্দরে মালপত্র নামানোর জন্য একাধিক মোবাইল ক্রেন ব্যবহার করা হয়। সেইরকমই একটি ক্রেন ব্যবহার করে শনিবার রাতে মালপত্র নামানোর কাজ চলছিল। ঠিক সেই সময়েই এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গেই বন্দরের নিজস্ব বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।

সেইসঙ্গে, আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন উপস্থিত দমকল কর্মীরা। হটাৎ এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন অনেকেই। তবে এখনও কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। কারোর কাছেই বিষয়টি পরিষ্কার নয়।

হলদিয়া বন্দর সূত্রে জানা গেছে যে, শনিবার রাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় জাহাজ থেকে পণ্য নামানোর কাজ চলছিল। ওই কাজ চলার সময়েই আচমকা একটি মোবাইল ক্রেনে আগুন লেগে যায়। আর তারপরই তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।

উল্লেখ্য, হলদিয়া বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কয়েকটি দমকল ইঞ্জিন রয়েছে। ঘটনাস্থলে সেগুলি ছুটে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কিন্তু হটাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

শিলিগুড়িতে বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্থা বাংলাপক্ষর, তীব্র প্রতিক্রিয়া দিলীপ-শমীকের
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
প্রতিবাদের সুর হল আরও তীব্র! আরও কর্মসূচির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনে | RG Kar Protest