DVC-র ভূমিকায় ক্ষব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়পদক্ষেপ, সরিয়ে নিলেন রাজ্যের দুই প্রতিনিধিকে

Published : Sep 22, 2024, 02:36 PM ISTUpdated : Sep 22, 2024, 03:11 PM IST
Flood situation issue Resignation of two state officials from DVC board and committee bsm

সংক্ষিপ্ত

ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে উস্তফা দিলেন রাজ্যের প্রতিনিধি তথায় সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ।

কেন্দ্রের সঙ্গে 'জলযুদ্ধ' জারি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইথন-পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) -এর ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন। এবার আরও বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ডিভিসির বোর্ড ও কমিটি থেকে এবার ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক।

ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে উস্তফা দিলেন রাজ্যের প্রতিনিধি তথায় সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার । ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধিদের সরিয়ে নেওয়ার কথা আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায় চিঠি লিখে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। যাকে তিনি ম্যানমেড বন্যা বলেই চিহ্নিত করেছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ডিভিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ডিভিসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মমতা পরপর দুটি চিঠিও লিখেছিলেন কেন্দ্রকেয কেন্দ্রের আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি ডিভিসি থেরে রাজ্যের দুই প্রতিনিধিকে সরিয়ে নেওয়ার কথাও বলেছিলেন। সেই মতই ডিভিসির কমিটি থেকে ইস্তফা দেন রাজ্যের দুই প্রতিনিধি।

ডিভিসির ছাড়া জলে বানভাসি দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্বমেদিনীপুর, হাওড়া-সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা রয়েছে জলের তলায়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সরকার আগেই ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে সিল করে দিয়েছিল দুই রাজ্যের সীমানা। যার কারণে একাধিক সড়কে দেখা দিয়েছিল পণ্যবাহী গাড়ির সারি। পরে অবশ্য স্বাভাবিক হয় যান চলাচল। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন
Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের