DVC-র ভূমিকায় ক্ষব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়পদক্ষেপ, সরিয়ে নিলেন রাজ্যের দুই প্রতিনিধিকে

ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে উস্তফা দিলেন রাজ্যের প্রতিনিধি তথায় সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ।

কেন্দ্রের সঙ্গে 'জলযুদ্ধ' জারি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইথন-পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) -এর ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন। এবার আরও বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ডিভিসির বোর্ড ও কমিটি থেকে এবার ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক।

ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে উস্তফা দিলেন রাজ্যের প্রতিনিধি তথায় সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার । ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধিদের সরিয়ে নেওয়ার কথা আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায় চিঠি লিখে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Latest Videos

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। যাকে তিনি ম্যানমেড বন্যা বলেই চিহ্নিত করেছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ডিভিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ডিভিসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মমতা পরপর দুটি চিঠিও লিখেছিলেন কেন্দ্রকেয কেন্দ্রের আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি ডিভিসি থেরে রাজ্যের দুই প্রতিনিধিকে সরিয়ে নেওয়ার কথাও বলেছিলেন। সেই মতই ডিভিসির কমিটি থেকে ইস্তফা দেন রাজ্যের দুই প্রতিনিধি।

ডিভিসির ছাড়া জলে বানভাসি দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্বমেদিনীপুর, হাওড়া-সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা রয়েছে জলের তলায়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সরকার আগেই ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে সিল করে দিয়েছিল দুই রাজ্যের সীমানা। যার কারণে একাধিক সড়কে দেখা দিয়েছিল পণ্যবাহী গাড়ির সারি। পরে অবশ্য স্বাভাবিক হয় যান চলাচল। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today