দক্ষিণবঙ্গে আর শীতের আমেজ নেই, তার বদলে বসন্তের তাজা বাতাস বইতে শুরু করেছে
এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণবঙ্গে সেভাবে শীতের আমেজ নেই। এবার ফাল্গুন মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় নেওয়ার পালা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাপমাত্রা বৃদ্ধি পাবে।
210
আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে সারা রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরই মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
310
বুধবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
410
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
510
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
710
দক্ষিণবঙ্গে টানা ৩ দিন বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়নি
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে।
810
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে টানা তিন দিন বৃষ্টি হতে পারে।
910
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলার কিছু অংশে হাল্কা তুষারপাতও হতে পারে।
1010
কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে চলেছে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রাও দুই থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে।