ফের জ্বালানির দামে হেরফের! বাংলায় পেট্রোলের দাম কত? জানলে চমকে যাবেন

রাজ্যে হুহু করে কমছে জ্বালানির দাম! দেশের অন্যান্য রাজ্যের থেকে স্বস্তিতে বাংলা, জেনে নিন

Anulekha Kar | Published : Jul 7, 2024 5:28 AM IST / Updated: Jul 07 2024, 11:51 AM IST

হু হু করে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। সব কিছুই যেন অগ্নিমূল্য। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এই সপ্তাহে অপরিশোধিত তেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে।

আজ রথের দিনে কী বিন্দুমাত্র দাম পড়েছে জ্বালানির?

Latest Videos

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৫০ ডলারের আশেপাশে রয়েছে। ডব্লিউটিআই ক্রুডের দরও ৮৩.৫০ ডলারের স্তরে। এপ্রিলের পরে তুঙ্গে চড়েছে জ্বালানীর দাম।

শেষবার চলতি বছরের মার্চ মাসে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন আসে।

দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা। ডিজেলের দাম ৮৭.৬২ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৪৪ টাকা। যেখানে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৯৭ টাকা।

কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা।

চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা। যেখানে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা।

তবে এ রাজ্যে বেশ খানিকটা পড়েছে পেট্রোলের দাম। আলিপু দুয়ারে ১ লিটার পেট্রোলের দাম ১০৫.৭৪ টাকা। যেখানে গতকালই এর দাম ছিল ১০৬.১৮ টাকা। কোচবিহারে পেট্রোলের দাম ১০৫.৭১ টাকা, গতকাল এর দাম ছিল ১০৬.৩২ টাকা।

দার্জিলিং-এও হুহু করে কমেছে পেট্রোলের দাম। গতকাল যেখানে জ্বালানির দাম। গতকাল ছিল ১০৪.৯২ টাকা আজ দাম হয়েছে ১০৪.৮০ টাকা।

নদিয়াতেও পেট্রোলের দাম কমেছে প্রায় ১ টাকার মতো। পশ্চিম মেদিনীপুরেও আজ কমেছে পেট্রোলের দাম । দাম কমেছে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিণাজপুরে।

Share this article
click me!

Latest Videos

বিরাট চাপে মমতা! এবার 'জাস্টিস ফর মহিষমারি'! স্লোগানে কাঁপছে জয়নগর | Joynagar | Jaynagar News |
তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar
মীনাক্ষীকে কুলতলি যেতে বাঁধা, তুমুল ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে | Minakshi Mukherjee
শেষমেশ কাটলো আশঙ্কা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন Govinda! ধন্যবাদ জানালেন ডাক্তার ও ভক্তদের | Govinda
'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News