ঘরের ভিতরে ঢুকে তরুণীকে পরপর গুলি করে খুন, কৃষ্ণনগরে হাড়হিম করা ঘটনা

Published : Aug 25, 2025, 09:52 PM IST
dead body

সংক্ষিপ্ত

Crime News: বাড়ির ভিতরে ঢুকে তরুণীকে লক্ষ্য করে পরপর গুলি যুবকের। আতঙ্ক ছড়াল এলাকায়। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia News: বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল যুবক৷ কৃষ্ণনগরে দিনেদুপুরে শ্যুটআউট৷ দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক৷ বাড়ির দোতলায় উঠে ওই ছাত্রীকে খুন করা হয় বলে খবর৷ দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে৷ নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক।

মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ আততায়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও৷

অন্যদিকে, ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মালদার একই গ্রামের এক স্কুল ছাত্র সহ দুই তরতাজা যুবকের। ঘটনায় গভীর শোকের ছায়া পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের নাম যথাক্রমে ১২ বছরের স্কুল ছাত্র আসিক সেখ। বাবার নাম কামাল সেখ এবং মায়ের নাম রোজিনা বিবি। সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান।

 এছাড়াও দুর্ঘটনায় নিহত বাকি দুই যুবকের মধ্যে একজনের নাম এজাজুল সেখ। বয়স ৩৪ বছর এবং অপরজনের নাম আমির সোহেল। বয়স ৩১ বছর। দুজনেই বিবাহিত। দুজনেরই পরিবারের স্ত্রী সহ এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে রয়েছে। জানা গেছে, রবিবার বিকালের দিকে তারা পুরাতন মালদার মাধাইপুর এলাকা থেকে একটি বোলেরো গাড়িতে চেপে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

কিন্তু গঙ্গারামপুর পৌঁছানোর আগে সন্ধ্যার দিকে তারা বুনিয়াদপুরের রশিদপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এক সরকারি বাসের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বোলেরো গাড়িতে থাকা ১০ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং বাকি ৭জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে বর্তমানে দুজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন এবং বাকিরা অন্যান্য সহ বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছে। এই দুর্ঘটনায় যে তিনজনের মৃত্যু হয়েছে তারা সকলেই পুরাতন মালদার মাধাইপুর গ্রামের বাসীন্দা। স্বভাবতই তিন-তিনটি মৃত্যুর ঘটনায় সোমবার গভীর শোকের ছায়া নেমে আসে মাধাইপুর গ্রামে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?