West Bengal News: গার্লফ্রেন্ডকে ঠকিয়ে অন্যত্র বিয়ের অভিযোগ, প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

Published : Jul 09, 2025, 04:43 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal News: দীর্ঘ চারবছর প্রেমের পর প্রেমিকার সঙ্গে ধোকা। অন্যত্র বিয়ে প্রেমিকার। ঘটনার খবর চাউর হতেই যা করল প্রতারিত প্রেমিকা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

পাঁশকুড়া: বৌভাতের দিন পিতপুরে প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্যে দেখাশুনা হয়। কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালক হবে তাদের তখন বিয়ে হবে। দেখাশুনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের। 

মেয়েটি অভিযোগ করে বলে, ‘’সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই, তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু ও নানারকম অজুহাত দিতে থাকে। এরপর আমি দাসপুর থানার দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হই। যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয়।  গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সঙ্গে ।'' এদিকে এই খবর জানার পরই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। 

সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় অভিযোগকারিণীর। এরপর ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। মেয়েটি বলেন, "অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ ৪ বছর সম্পর্কে থেকে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি চাই ও আমাকে বিয়ে করুক নাহলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।''  যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি। তাদের দাবি, ‘আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি।’

অন্যদিকে, একযোগে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বুধবারে ভারত বনধের ডাক দিয়েছ। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক নীতির বিরোধিতা করেই এই ধর্মঘটের ডাক দিয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই বনধে ব্যাঙ্ক কয়লা খাদান থেকে শুরু করে ব্যাঙ্ক, হাইওযে নির্মাণ সকলেই অংশ নিতে পারেন। প্রায় পঁচিশ কোটি কর্মী বনধ পালন করার দাবি করা হয়েছে।

দেশের প্রায় ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ এই বনধের জাক দিয়েছে। আর সমর্থন করছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, হিন্দ মজদুর সভা, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার, ট্রেড ইউনিয়ন সমন্বয় কেন্দ্র, স্ব-কর্ম সংস্থানকারী মহিলা সমিতি, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস, লেবার প্রগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস।


আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের