সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ৬ শতাংশ ডিএ ঘোষণা করল নবান্ন! ফেব্রুয়ারিতেই ঢুকবে মোটা টাকা বেতন?

Published : Jan 03, 2025, 07:43 AM IST

সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ৬ শতাংশ ডিএ ঘোষণা করল নবান্ন! ফেব্রুয়ারিতেই ঢুকবে মোটা টাকা বেতন?

PREV
17

এবার ডিএ বাড়াবে রাজ্য সরকার! সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র।

27

অনেকদিন ধরেই নতুন বেতন কমিশনের দাবি করছেন সরকারি কর্মীরা। ডিএ নিয়ে বহদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা।

37

কিন্তু এখনও পর্যন্ত নবান্ন-র তরফে ডিএ নিয়ে নতুন কোনও ঘোষণা করা হয়নি।

47

গত বছর ডিসেম্বরে ডিএ নিয়ে কথা দিয়েছিলেন কিন্তু এখনও পরযন্ত তা ঘোষণা করতে নারাজ সরকার।

57

তবে কবে ডিএ পাবেন সরকারি কর্মীরা? এবার শোনা গেল সেই খুশির খবর।

67

সূত্রের খবর এবার ৬ শতাংশ ডিএ বাড়ানো হবে সরকারি কর্মীদের। এমনই খবর শোনা যাচ্ছে।

77

সেক্ষেত্রে বছরের শুরুতেই খুশির খবর দিতে পারেন রাজ্য সরকার। চলতি মাসেই হতে পারে ডিএ নিয়ে বড়সড় ঘোষণা।

click me!

Recommended Stories