লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না , তাহলে জেনে নিন কবে থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাচ্ছে না! তাহলে আর দেরি করবেন না, জানুয়ারি মাসেই হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। কারণ আগামী দিনে এই প্রকল্পের সুবিধেভোগীর সংখ্যা আরও বাড়াতে পারে সরকার।

 

Saborni Mitra | Published : Jan 2, 2025 8:00 PM
110
দুয়ারে সরকার ক্যাম্প

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটি নির্দিষ্ট ঘরের মধ্যে আবদ্ধ না রেখে জনতার দরজা পৌঁছে দিতেই দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন।

210
প্রকল্পের উদ্দেশ্যে

এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প-সহ একাধিক সরকারি প্রকল্প রয়েছে। সেই সংক্রান্ত বিষয়গুলি সরকারি কর্তাব্যক্তিরা সাধারণের কাছে প্রকল্পের সুবিধেগুলি পৌঁছে দেওয়ার কাজ করেন। সরকারি প্রকল্প সংক্রান্ত সুবিধেগুলি যাতে সাধারণ মানুষ পান তার ব্যবস্থা করে দেন।

310
দুয়ারে সরকার ক্যাম্প

বছরশেষে ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন জানুয়ারি মাসেই হবে দুয়ারে সরকার ক্যাম্প।

410
মমতার বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গম এলাকায় যাঁরা জাতি শংসাপত্র পাননি, লক্ষ্মীর ভাণ্ডার পাননি তাঁদের জন্য জানুয়ারির শেষ থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প হবে। তা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

510
দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যারা লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধে পাতে চান বা এতদিন পাননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

610
দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধে

ফলে এক জায়গায় আবেদন করার সুযোগ পেয়েছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ওই শিবির চলাকালীনই নথিভুক্ত হতে পারেন এলাকাবাসী। বিভিন্ন সরকারি স্কলারশিপ ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থসাথী কার্ড, বার্ধক্যভাতার মতো সুবিধা পাওয়ার আবেদন এখানে করা যায়।

710
আরও সুবিধে

এখন পঞ্চায়েতে মিউটেশন বা জমির রেকর্ডও করা যায় এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে।

810
দুয়ারে সরকার ক্যাম্প

২০২০ সালে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়। আর এই ক্যাম্পের জন্য সরকারি কাজের জন্য আর সরকারি কার্যালয়ে গিয়ে মানুষকে ভোগান্তির শিকার হতে হয় না। একই ছাতার তলায় সমস্ত সরকারি প্রকল্পের সুবিধে পাওয়া যায়।

910
জনপ্রিয় প্রকল্প

দুয়ারে সরকার জনপ্রিয় প্রকল্প। গ্রাম ও শহর দুই জায়গাতেই এই প্রকল্প চলে।

1010
পরিসংখ্যান

দুয়ারে সরকারের পঞ্চম দফার শেষ অবধি গোটা রাজ্যজুড়ে ৮২ হাজার ৩৪৫টি শিবির চালানো হয় যার মধ্যে ৩৪.৫ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৩৮১টি ছিল মোবাইল ক্যাম্প।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos