বড়দিনের আবহে ডিএ বৃদ্ধির সুখবর না পেলেও, রাজ্য সরকারি কর্মীদের একাংশের দীর্ঘদিনের একটি দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
610
ডিএ বৃদ্ধি না হলেও এই খবরে বেশ খুশি বাংলার সরকারি কর্মীরা।
710
রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন।
810
মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত নানান সরকারি কর্মীরা (Government Employees) এই নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেওয়া হল।
910
অনেকেই জানেন, বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম রয়েছে। এবার সেই নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
1010
এই হেলথ স্কিমের অধীন এবার আরও বেশি হাসপাতালকে যুক্ত করা হল। এবার রাজ্যের হেলথ স্কিমে যুক্ত করা হল আরও ১৩টি বেসরকারি হাসপাতাল।