সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ সংক্রান্ত রিপোর্ট করার জন্য রাজ্য সরকারের হাতে রয়েছে আর মাত্র দিন দশেক। কিন্তু এখনও ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীরা স্পষ্ট কিছু জানতে না পারায় ধৈর্য্যের বাঁ ভাঙছে।
512
আন্দোলনের হুঁশিয়ার
এবার রাজ্যের সরকারি কর্মীরা ডিএ নিয়ে রীতিমত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
612
সরকারি কর্মীদের বার্তা
ডিএ আন্দোলনের প্রথম সারিতে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ২৭ জুনের মধ্যে ডিএ না দিলে বড় আন্দোলনের পথে হাঁটবে সরকারি কর্মীরা।
712
নবান্ন অভিযান
সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানও করতে পারে। মিছিল মিটিং করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছে।
812
বকেয়া ডিএ
রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে খরচ করতে হবে প্রায় ১১ হাজার কোটি টাকা।
912
উপকৃতের সংখ্যা
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
1012
রাজ্যের পদক্ষেপ
সূত্রের খবর রাজ্য সরকার ডিএ দিতে একাধিক পদক্ষেপ করছে। কোন সরকারি কর্মী ডিএ পাবে তা জানতে চেয়ে অর্থ দফতর চিঠি পাঠিয়েছে বাকি সব দফতরে।
1112
অ্যাপ আনছে
রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিয়ে একটি অ্য়াপ আনছে। সেখানেই সরকারি কর্মীরা জানতে পারবেন তারা কত টাকা ডিএ পাবেন।
1212
রাজ্য সরকারি কর্মীদের দাবি
রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন।