DA News: ২৭ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দিতে হবেই! না হলে এই দুটি কাজ করবেন সরকারি কর্মীরা

Published : Jun 09, 2025, 09:33 PM ISTUpdated : Jun 10, 2025, 03:36 PM IST

West Bengal DA: বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে এবার রাজ্যের সরকারি কর্মীরা বড় হুঁশিয়ারি দিয়েছেন। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুন।

PREV
112
ধৈর্য্যের বাঁধভাঙছে

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙছে সরকারি কর্মীদের।

212
ডিএ নিয়ে নীরব নবান্ন

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনও পর্যন্ত ডিএ নিয়ে নীরব নবান্ন। কবে কত টাকা দেওয়া হবে - তা নিয়ে আনুষ্ঠানিক কিছুই ঘোষণা করেনি।

312
সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্ট গত ১৬ মে রাজ্য সরকারকে বকেয়া ২৫ শতাংশ ডিএ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। আর চার সপ্তাহের মধ্যে রিপোর্ট করতে বলেছিল।

412
দিন দশেক বাকি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ সংক্রান্ত রিপোর্ট করার জন্য রাজ্য সরকারের হাতে রয়েছে আর মাত্র দিন দশেক। কিন্তু এখনও ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীরা স্পষ্ট কিছু জানতে না পারায় ধৈর্য্যের বাঁ ভাঙছে।

512
আন্দোলনের হুঁশিয়ার

এবার রাজ্যের সরকারি কর্মীরা ডিএ নিয়ে রীতিমত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

612
সরকারি কর্মীদের বার্তা

ডিএ আন্দোলনের প্রথম সারিতে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ২৭ জুনের মধ্যে ডিএ না দিলে বড় আন্দোলনের পথে হাঁটবে সরকারি কর্মীরা।

712
নবান্ন অভিযান

সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানও করতে পারে। মিছিল মিটিং করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছে।

812
বকেয়া ডিএ

রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে খরচ করতে হবে প্রায় ১১ হাজার কোটি টাকা।

912
উপকৃতের সংখ্যা

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।

1012
রাজ্যের পদক্ষেপ

সূত্রের খবর রাজ্য সরকার ডিএ দিতে একাধিক পদক্ষেপ করছে। কোন সরকারি কর্মী ডিএ পাবে তা জানতে চেয়ে অর্থ দফতর চিঠি পাঠিয়েছে বাকি সব দফতরে।

1112
অ্যাপ আনছে

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিয়ে একটি অ্য়াপ আনছে। সেখানেই সরকারি কর্মীরা জানতে পারবেন তারা কত টাকা ডিএ পাবেন।

1212
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন।

Read more Photos on
click me!

Recommended Stories