ফর্ম রয়েছে ব্যাগে', দুয়ারে সরকারের ক্যাম্পের বদলে ১০টাকায় মুদির দোকানে বিকোচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে খাদ্যসাথীর ফর্ম

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্য গ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা হাইস্কুলের ক্যাম্পে ফর্ম মিলছে না বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। বরং মুদির দোকান থেকে বেআইনিভাবে দেদার বিকোচ্ছে ফর্ম।

দুয়ারে সরকারের ক্যাম্পে নয় ফর্ম মিলছে মুদির দোকানে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে খাদ্যসাথী নানা প্রকল্পের ফর্ম মিলছে কোনটা পাঁচ টাকায় কোনওটা ১০ টাকায়। কিন্তু বিনামূল্যে দুয়ারে সরকারের ক্যাম্পে যে ফর্ম পাওয়া যায় সেই ফর্ম কেন মুদির দোকান থেকে টাকা দিয়ে কিনতে হবে? জবাবে স্থানীয়দের দাবি সরকারি কর্মীদের ব্যাগে ফর্ম থাকলেও তা দেওয়া হয়না। প্রশাসনের পালটা দাবি লাইনে না দাঁড়ানোর জন্যই বাইরে থেকে ফর্ম কেনে স্থানীয়রা।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্য গ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা হাইস্কুলের ক্যাম্পে ফর্ম মিলছে না বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। বরং মুদির দোকান থেকে বেআইনিভাবে দেদার বিকোচ্ছে ফর্ম। স্থানীয়দের দাবি দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম চাইলেই ফেরানো হচ্ছে। উলটো দিকের মুদি দোকানে সেই ফর্ম বিক্রি হচ্ছে ৫-১০ টাকায়। সরকারি প্রকল্পের ফর্ম কীভাবে গেল মুদীর দোকানে? মুদী দোকানের মালিকের দাবি প্রতিবছরই এইভাবে ফর্ম বিক্রি করেন তিনি। তাঁর কথায়,'আগে ফর্ম জেরক্স করে বিক্রি করেছি। কয়েক বছর ধরেই টাকা নিয়ে ফর্ম বিক্রি করি।'

Latest Videos

অন্যদিকে ফর্ম নিতে আসা এক উপভোক্তা জানান, 'লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে দুয়ারে সরকারের ক্যাম্পে গেলে বলা হয় আমাদের কাছে নেই। সামনের দোকানে চলে যাও।' ঘটনা প্রসঙ্গে অবশ্য অন্য দাবি করা হয়েছে পঞ্চায়েতের তরফে। ভাল্য গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য আব্দুল আজিম জানিয়েছেন, 'ফর্ম আছে, দেওয়াও হচ্ছে। অনেকে লাইনে দাঁড়াবে না বলে বাইরে থেকে কিনছে।' একই সুরে সুর মিলিয়েছেন মঙ্গলকোটের বিডিও জগদীশ বাড়ুই। তিনি বলেন,'পর্যাপ্ত পরিমাণে ফর্ম রয়েছে, কেউ বিক্রি করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, এবারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় মিলবে অতিরিক্ত আরও দুটি পরিষেবা। এর আগে উত্তরবঙ্গে বিজয়া সম্মেনলীর মঞ্চে দাঁড়িয়ে দুয়ারে সরকারের কথা ঘোষণা করেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানানো হল সেই প্রকল্প শুরুর দিনক্ষণও।

ভাইফোঁটার পরের দিনই রাজ্যবাসীকে সুখবর দিল সরকার। ১ নভেম্বর থেকেই চালু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এবারের দুয়ারে সরকার প্রকল্পের রাজ্যবাসী পাবে অতিরিক্ত পরিষেবাও।

কী কী অতিরিক্ত সুবিধা পাবে রাজ্যবাসী?

১ নভেম্বর থেকে রাজ্যে নতুন করে চালু হচ্ছে দুয়ারে সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যবাসী অতিরিক্ত দুটি পরিষেবা উপভোগ করতে পারবে। এর মধ্যে থাকছে,

Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |