রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ বা মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের জন্য আবেদন জানাচ্ছেন। কিন্তু তাদের মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়মিত বাড়ছে
রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে ডিএ বা মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের জন্য আবেদন জানাচ্ছেন। কিন্তু তাদের মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়মিত বাড়ছে। চলতি মাসে অর্থাৎ জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। তেমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।
25
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে দুই বার ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ে। সেই অনুযায়ী জানুয়ারিতেই ডিএ বৃ্দ্ধির কথা ঘোষণা হতে পারে। কেন্দ্রীয় সরকার সাধারণত 'সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক'-র ওপর ভিত্তি করে ডিএ বাড়ায়।
35
ডিসেম্বরের রিপোর্ট
'সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক'-র ডিসেম্বরের রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। এই রিপোর্ট প্রকাশ পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একদফা ডিএ ঘোষণা করা হতে পারে বলে আশা করছেন কেন্দ্রের সরকারি কর্মীরা।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২-৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে। তেমনই দাবি করেছেন অনেকে। যদিও এই বিষয়ে মোদী সরকার এখনও পর্যন্ত কিছুই বলেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পান। তাই জানুয়ারিতে ডিএ বৃদ্ধি হলে তাদের পাওনা একধাক্কায় ৬০ শতাংশ হতে পারে।
55
অষ্টম বেতন কমিশন
২০২৫ সালের ডিসেম্বর শেষ হয়েছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু জানুয়ারিতে যদি কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে তাহলে সেটি সপ্তম বেতন কমিশনের অন্তর্গত হবে। অষ্টম বেতন কমিশনের সুফল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২০২৭ সালের আগে পাবেন না বলেও মনে করছেন অনেকে।