এবার ফ্রিতে মানসিক রোগের চিকিৎসা পাবেন সরকারি কর্মীরা! পুজোর আগে দারুণ খবর দিল নবান্ন

এবার ফ্রিতে মানসিক রোগের চিকিৎসা পাবেন সরকারি কর্মীরা! পুজোর আগে দারুণ খবর দিল নবান্ন

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। দুর্গাপুজোর আগেই অসাধারণ প্রকল্প নিয়ে হাজির হল রাজ্য সরকার। একটি দুর্দান্ত সুবিধার কথা জানাল রাজ্য।

নবান্ন থেকে খবর পাওয়া গিয়েছে যে এবার সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের দিকেও লক্ষ রাখবে রাজ্য। তাই এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মীরা।

Latest Videos

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, এখন থেকে হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার খরচ পেতে চলেছেন সরকারি কর্মীরা।

মোট ১৭টি অসুখের জন্য হাসপাতালে ভর্তি না হয়েও আউটডোরে চিকিৎসা করার খরচ পেতেন সরকারি কর্মীরা। এবার এই তালিকায় যোগ হল মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচও।

সরকারি হোক বা বেসরকারি কাজের চাপের কারণে মনের উপরে বেশ অনেকটাই প্রভাব পড়ছে সরকারি কর্মীদের। ফলে স্নায়ুকোষজনিত মানসিক রোগ দেখা দিচ্ছে মানুষের মধ্যে। এর চিকিৎসার খরচও বিপুল। তাই এই কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আগে এই অসুখের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হলেই তবেই খরচ মিলত তবে এবার থেকে সাধারণ চিকিৎসারও ভার বহন করবে রাজ্য সরকার।

দুর্গাপুজোর আগেই দারুণ খবর পেল সরকারি কর্মীরা। মানসিক স্বাস্থ্যের কথা ভাবার কারণে বেশ খুশিই হয়েছেন কর্মীদের একাংশ।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
জলা জমিতে ফ্লাট বানানোর ফল! আচমকাই ভেঙে পড়লো বহুতল, আতঙ্কে গোটা এলাকা | Kolkata News Today