এবার ফ্রিতে মানসিক রোগের চিকিৎসা পাবেন সরকারি কর্মীরা! পুজোর আগে দারুণ খবর দিল নবান্ন

এবার ফ্রিতে মানসিক রোগের চিকিৎসা পাবেন সরকারি কর্মীরা! পুজোর আগে দারুণ খবর দিল নবান্ন

Anulekha Kar | Published : Sep 4, 2024 9:44 AM IST / Updated: Sep 04 2024, 03:22 PM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। দুর্গাপুজোর আগেই অসাধারণ প্রকল্প নিয়ে হাজির হল রাজ্য সরকার। একটি দুর্দান্ত সুবিধার কথা জানাল রাজ্য।

নবান্ন থেকে খবর পাওয়া গিয়েছে যে এবার সরকারি কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের দিকেও লক্ষ রাখবে রাজ্য। তাই এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মীরা।

Latest Videos

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, এখন থেকে হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার খরচ পেতে চলেছেন সরকারি কর্মীরা।

মোট ১৭টি অসুখের জন্য হাসপাতালে ভর্তি না হয়েও আউটডোরে চিকিৎসা করার খরচ পেতেন সরকারি কর্মীরা। এবার এই তালিকায় যোগ হল মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচও।

সরকারি হোক বা বেসরকারি কাজের চাপের কারণে মনের উপরে বেশ অনেকটাই প্রভাব পড়ছে সরকারি কর্মীদের। ফলে স্নায়ুকোষজনিত মানসিক রোগ দেখা দিচ্ছে মানুষের মধ্যে। এর চিকিৎসার খরচও বিপুল। তাই এই কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আগে এই অসুখের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হলেই তবেই খরচ মিলত তবে এবার থেকে সাধারণ চিকিৎসারও ভার বহন করবে রাজ্য সরকার।

দুর্গাপুজোর আগেই দারুণ খবর পেল সরকারি কর্মীরা। মানসিক স্বাস্থ্যের কথা ভাবার কারণে বেশ খুশিই হয়েছেন কর্মীদের একাংশ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |