সাত সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! দেওয়ালে ধাক্কা খেয়ে ৮০ ফুট নিচে ছিটকে পড়ল যুবক

Published : Sep 04, 2024, 01:20 PM IST
Accident

সংক্ষিপ্ত

সাত সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! দেওয়ালে ধাক্কা খেয়ে ৮০ ফুট নিচে ছিটকে পড়ল যুবক

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের উপর থেকে ৮০ ফুট নিচে ছিটকে যান বাইক আরোহী।

গুরতর আহত ওই যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার সকাল সাড়ে ৮ নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে ঘটে এই ঘটনা। বাইকের পেছনে বসেছিলেন আরোহী। সহ যাত্রীর অবস্থা দেখে আতঙ্কিত বাইক চালক।

জানা যায়, আঝ সকাল সাড়ে ৮ নাদাগ মা উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। ইএমবাইপাসের দিকে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে। এরপরেই ছিটকে নিচে পড়ে যান আরোহী।

তাদের সামনে আরও একটি বাইক ছিল বলে জানা গিয়েছে। সেই বাইকটিকে ওভারটেক করতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। তবে সত্যিই যুবক পড়ে গিয়েছেন না এর পেছনে অন্য কোনও কারণ আছে তা তদন্ত করছে পুলিশ। অন্যদিকে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রায়ই দুর্ঘটনা ঘচে মা উড়ালপুলে। ২০১৯ সালেও এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রেও বাইক থেকে ছিটকে পড়েছিল এক আরোহী। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি