তিন মাসের মধ্যে হুহু করে ব্যাঙ্কে টাকা ঢুকবে সরকারি কর্মীদের! দুর্দান্ত খবর দিল রাজ্য সরকার

তিন মাসের মধ্যে হুহু করে ব্যাঙ্কে টাকা ঢুকবে সরকারি কর্মীদের! দুর্দান্ত খবর দিল রাজ্য সরকার

Anulekha Kar | Published : Aug 25, 2024 8:56 AM IST
17
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

সরকারি কর্মচারিদের জন্য দুর্দান্ত খবর। সেপ্টেম্বর মাসেই ফের বাড়বে ডিএ।

27
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

মহার্ঘভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।

37
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

এই ভাতা বাড়লে মোট ৫৩ শতাংশ DA পাবেন সরকারি কর্মচারীরা।

47
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

সাধারণত দু' বার DA বৃদ্ধি করা হয় সরকারি কর্মচারীদের। জুলাই ও জানিয়ারি মাসে ডিএ দেওয়া হয় প্রতিবছর।

57
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

তবে আগামী মাসে ৩ শতাংশ ডিএ কম পেতে পারেন সরকারি কর্মচারীরা।

67
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

আগামী সেপ্টেমবরে এই ডি ঘোষণা করা হলেই পুজোর সময় একটা মোটা টাকান পাবেন তাঁরা। সপ্তম বেতন পে কমিশনের অধীনে বাড়ান হবে এই ডিএ।

77
দুর্দান্ত খবর সরকারি কর্মচারিদের জন্য!

এর আগে ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানোর কারণে মোট ৫০ শতাংশ পেতেন সরকারি কর্মীরা এবার আরও ৩ শতাংশ ডিএ বেড়ে হবে ৫৩ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos