রাজ্য পুলিশের ডিজি নিয়োগ, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্যকে প্রস্তাব পাঠানোর নির্দেশ ক্যাট-র

Published : Jan 21, 2026, 04:58 PM IST
DG of State Police is Rajeev Kumar

সংক্ষিপ্ত

এর আগে স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে অবসর নেন। কিন্তু তারপর রাজ‍্য সরকার কোনও প‍্যানেল না পাঠিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকেকে। নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি। প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততম সময়ে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে অবসর নেন। কিন্তু তারপর রাজ‍্য সরকার কোনও প‍্যানেল না পাঠিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করে। ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র পদ থেকে অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের। সম্প্রতি স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশকর্তাদের নামের তালিকা (প‍্যানেল) কেন্দ্রের থেকে ফেরত চলে আসে। আগের স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত ওই প্যানেল। আগের স্থায়ী ডিজি মনোজ মালবীয় অবসর নেন ২০২৩ সালে ডিসেম্বর মাসে। তার আগের সেপ্টেম্বর মাসকে এই বিধিতে প‍্যানেল পাঠানোর যোগ‍্য সময় বলে ধরা হয়। রাজ্য প্যানেল পাঠিয়েছিল সে বছরের ২৭ ডিসেম্বর। ফলে ইউপিএসসি, ২০২৩ র ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ‘ডেট অব ভ্যাকেন্সি’ মনে করছে।

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ,পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে। প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ঘটনাক্রমে যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: আশা কর্মীদের পুলিশি বাধা নিয়ে বিস্ফোরক শুভেন্দু! চরম হুঁশিয়ারি দিলেন মমতা সরকারকে
Maithili Thakur: সভাপতি নীতীন নবীনকে নিয়ে গান বাঁধলেন মৈথিলি ঠাকুর, ভিডিও ভাইরাল