
Malda News: বাংলায় বিধানসভা ভোটের আর মাস চারেকও বাকি নেই। তার আগেই ফের শাসক শিবিরে ভাঙন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর কংগ্রেসে যোগদান করতেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙন ধরল। তৃণমূল ছেঁড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় পঞ্চাশের অধিক তৃণমূল কর্মী। তাদের হাতে পতাকা তুলে দেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দেওয়া মৌসম নূর ও তার দাদা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইসা খান চৌধুরী।
যদিও কয়েক বছর আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করছিল সংখ্যালঘু এলাকার মানুষজন। কিন্তু ছাব্বিশের নির্বাচন শুরুর আগেই এবার দেখা গেল উল্টো চিত্র। তৃণমূল ছেড়ে হাত শিবিরে ভিড় করছেন প্রাক্তন তৃণমূল কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারা বুঝেছে সংখ্যালঘুদের জন্য তৃণমূল কিছু করবে না। আর সেই কারণে আবার মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করছে। অবশ্য এমনটাই বক্তব্য দলত্যাগীদেরও।
মঙ্গলবার মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের, পঞ্চানন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০ জনেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করেন। এদিকে কংগ্রেসে শিবিরে যোগদানের পর মৌসম নূর বলেন, ‘’বর্তমানে তৃণমূলের যা অবস্থা আত্ম সম্মান নিয়ে এখানে কেউ দল করতে পারবে না। যারা আত্মসম্মান নিয়ে দল করতে চান তারা কংগ্রেসে আসুন। গোটা জেলাতেই তৃণমূল কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছে আরো অনেকেই যোগদান করবে।''
অন্যদিকে, গত রবিবার সিঙ্গুরে টাটাদের মাঠে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিনের মাথায় সেই সিঙ্গুরেই পাল্টা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি রাজ্যের উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে দেবেন।
আগামী ২৮ জানুয়ারি বুধবার সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি প্রশাসনিক বৈঠক করবেন। নবান্ন সূত্রের খবর, ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের স পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
গত রবিবার সিঙ্গুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন। তাঁর পরে জনসভায় বক্তৃতা দেন। সভা থেকে রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।