পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এবার দারুণ ঘোষণা! সেপ্টেম্বর থেকে মিলবে দ্বিগুণ টাকা বেতন?

Published : Mar 07, 2025, 09:32 AM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এবার দারুণ ঘোষণা! সেপ্টেম্বর থেকে মিলবে দ্বিগুণ টাকা বেতন?

PREV
18

সেপ্টেম্বর থেকে দ্বিগুণ বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees)। দুর্দান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে দ্বিগুণ টাকা। 

28

কিন্তু হঠাৎ কেন এত টাকা বাড়াতে চলেছে নবান্ন? জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় এবার দুর্দান্ত পে স্কেল বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মীদের। 

38

রাজ্য বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA Hike) দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মিলছে ১৮ শতাংশ ডিএ। কিন্তু এতেও অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মী মহল।

48

সেপ্টেম্বর মাসেই সপ্তম বেতন কমিশন বসানোর ঘোষণা হতে পারে। কারণ এর আগে বেতন কমিশন বসেছিল প্রায় ১০ বছর আগে।

58

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় টাকা পান রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু বেড়েছে সমস্ত জিনিসের দাম। খাদ্য বাসস্থান সব কিছুরই মূল্যবৃদ্ধি হয়েছে।

68

সেই কথা ভেবেই এবার সপ্তম বেতন কমিশন গঠন হবে এই রাজ্যে। একসঙ্গে বাড়বে প্রায় দ্বিগুণ হারে বেতন।

78

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা হয়েছে। সেই বেতন কার্যকর হবে সামনের বছর জানুয়ারি থেকে।

88

এবার পশ্চিমবঙ্গের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

click me!

Recommended Stories