উইকেন্ডে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দেখে কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল আপডেট

Published : Mar 07, 2025, 06:44 AM ISTUpdated : Mar 07, 2025, 08:53 AM IST

মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উষ্ণ আবহাওয়ার আগমনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ মার্চ থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে এবং আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি এবং জেলাতে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

PREV
110

সকালের দিকে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লেই গরমের দাবদাহ- প্রতি নিয়ত চলছে প্রকৃতির খেলা।

210

কবে থেকে এই রাজ্যে গরম বাড়বে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সদ্য মিলল তারই আপডেট।

310

জানা গিয়েছে, ১০ মার্চ থেকে তাপমাত্রা হবে উর্ধ্বমুখী। মার্চের দ্বিতীয় সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার আগমনের বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

410

আগামী দুদিন তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হবে। আপাতত আকাশ থাকবে পরিষ্কার।

510

চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যা হালকা আবহাওয়া থাকবে।

610

দিনের বেলায় বাড়বে উষ্ণতা। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।

710

চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা।

810

আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ বা ৩৫ এবং জেলাতে সর্বোচ্চ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে।

910

শুক্র ও শনিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হবে বৃষ্টি।

1010

বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। আজ কলকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

click me!

Recommended Stories