"যেমন হুকুমে কাজ হয়, তেমনই করেন" সন্দেশখালি মামলায় এবার মুখ খুললেন হাফিজুলের স্ত্রী

সংক্ষিপ্ত

তাহলে কি এই ঘটনার মধ্যে হাফিজুলের যোগ রয়েছে? এবার এই বিষয়ে মুখ খুললেন তার স্ত্রী।

সন্দেশখালিতে আবু তালেবের বাড়ি থেকে খোঁজ মিলেছে অস্ত্র-ভান্ডারের। অবশ্য এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি আবু তালেবের। ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেল, সন্দেশখালিতে অস্ত্র-ভান্ডার নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে । এই সব অস্ত্রে শাহজাহানের যোগ রয়েছে বলেই ধারনা তদন্তকারী সংস্থার।

তবে এই এই যোগসূত্রের ক্ষেত্রে যে নামটি সবথেকে বেশি আলোচিত, তিনি হাফিজুল শেখ। হাফিজুল ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। হাফিজুল শেখের ভগ্নিপতি হলেন আবু তালেব। তাহলে কি এই ঘটনার মধ্যে হাফিজুলের যোগ রয়েছে? এবার এই বিষয়ে মুখ খুললেন তার স্ত্রী।

Latest Videos

হাফিজুলের স্ত্রীর দাবি, "শেখ শাহজাহানের সঙ্গে আমার স্বামীর কোনও ঘনিষ্ঠতা নেই। আমার স্বামী শেখ শাহজাহানের ঘনিষ্ঠ নন। নতুন করে সবে পঞ্চায়েত হয়েছে। সেই মতো পঞ্চায়েতের কাজকর্ম করেন। যেমন হুকুমে কাজ হয়, তেমনই করেন। বোনের বাড়ি থেকে অস্ত্র মিলেছে বলে, এমন নয় যে হাফিজুলের সঙ্গে এর যোগ রয়েছে। যার বাড়ি থেকে মিলেছে অস্ত্র, তাঁকে গিয়ে জিজ্ঞেস করুন কোথা থেকে এল এই অস্ত্র।”

এখনও পর্যন্ত অধরা হাফিজুল। চারিদিকে ভোটের মরশুম। দিন কয়েক আগেই তার ভগ্নিপতি আবু তালেবের বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর থেকেই জোর তরজা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। তবে এর সঙ্গে শেখ শাহজাহানের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দলটি।

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের