নদিয়ার তেহট্টের বাড়িতে পৌঁছাল সেনা জওয়ান ঝন্টু আলি শেখের কফিনবন্দি দেহ, এলাকায় শোকের ছায়া

Published : Apr 26, 2025, 10:57 AM IST
Havildar Of Indian Army Jhantu Ali Sheikh coffined body reached Nadia house bsm

সংক্ষিপ্ত

Jhantu Ali Sheikh: নদিয়ার বাড়িতে পৌঁছাল উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের নিথর দেহ। তেহট্টের পাথরঘাটার বাড়িতে শনিবার সকালেই সেনা জওয়ানের নিথর কফিনবন্দি দেহ পৌঁছে সেনা সেনা বাহিনী। 

Jhantu Ali Sheikh: নদিয়ার বাড়িতে পৌঁছাল উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের নিথর দেহ। তেহট্টের পাথরঘাটার বাড়িতে শনিবার সকালেই সেনা জওয়ানের নিথর কফিনবন্দি দেহ পৌঁছে সেনা সেনা বাহিনী। অকালে ছেলেকে হারিয়ে শোকের ছায়া গোটা পরিবারে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্থানীয় ইদগাহ ময়দানে ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা জানান হবে।

৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন ঝন্টু আলি শেখ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরপরই উধমপুরের সেনা ও জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়ে। সেই সময়ই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ঝন্টু। তাঁকে দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণ বাঁচেনি ঝন্টুর। শুক্রবারই ঝন্টুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দিয়ে বিদায় জানান হয় ঝন্টুকে। গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ঝন্টুর দেব। সেখান থেকে সকালেই দেন নিয়ে যাওয়া হয় নদিয়ার বাড়িতে। শহিদ ঝন্টুকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে গোটা গ্রাম।

ঝন্টুর পরিবারের পাশে থাকাক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি তাঁর দাদার সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্যদিকে নিহত ঝন্টুর পরিবারের সঙ্গে কথা বলেছেন বিজেপি আর আইএসএফ নেতৃত্বও। ঝন্টুর দাদা নাজিম ও বৌদি অনিন্দিতা শেখও ভারতীয় সেনাবাহিনীর সদস্য়। অনিন্দিতা থাকেন কাশ্মীরে। তিনি গ্রামের বাড়িতে ঝন্টুর মৃত্যু সংবাদ দিয়েছেন। ঝন্টুর স্ত্রী ঝুমা ও তাঁর দুই সন্তান তনভির আর রেহানা থাকেন আগ্রার সেনা ক্যান্টমেন্ট। ঝন্টুর মৃত্যুতে তারাও নদিয়ার বাড়িতে ফিরেছেন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। অভিযোগ, পর্যটকদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করা হয়েছে। ২৬ জনের মৃত্যু হয়েছে তাতে। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা ছিলেন। হামলায় যুক্ত লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন টিআরএফ।

 

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা