Heat wave: আর গরম থেকে মুক্তি নেই! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস

Published : Apr 24, 2025, 06:00 PM IST

Heat wave forecast: আলিপুর হাওয়া অফিস পশ্চিমব্হগের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পশাপাশি কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে। 

PREV
110
আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস পশ্চিমব্হগের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পশাপাশি কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।

210
শনিবার পর্যন্ত অস্বস্তি

আলিপুর হাওয়া অফিসের পূর্বভ অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় গরম আর অস্বস্তি থাকবে।

410
রবিবার থেকে স্বস্তি!

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। কারণ রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

510
তাপপ্রহারের জেলা

আলিপুর হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী আজ তাপপ্রবাহ হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আর পশ্চিম মেদিনীপুর।

610
এই সময় তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলির তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। যা স্বভাবিকের তুলনায় ৫ ডিগ্রির বেশি। পশ্চিমের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

710
রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা

এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪. ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে সবথেকে গরম ছিল মালদায় তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি ।

810
কলকাতার তাপমাত্রা

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।

910
আগামিকালের জন্য সতর্কতা জরি

আগমিকাল, শুক্রবারের জন্য রাজ্যের চার জেলায় সতর্কতা জরি করা হয়েছে তাপপ্রবাহ আর অস্বস্তিকর আবহাওয়ার। জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বাঁকুড়া আর পূর্ববর্ধমান। উত্তরের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।

1010
অস্বস্তি থাকবে

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তি থাকবে বলেও জানিয়েছেন।

click me!

Recommended Stories