
Today Weather Forecast: সকাল থেকেই রৌদ্রজ্জ্ব আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই আকাশের মুখভার। একটানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঘাটতি রয়েছে বৃষ্টির। বুধবার কেমন থাকবে মহানগরের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা।
এই মুহুর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক কানপুর প্রয়াগ রাজের পর ঝাড়খন্ড ছত্রিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এটি উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। অসমের উপর বিস্তৃত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের উপরে অবস্থান করছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Forecast):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস। বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (North Bengal Weather Forecast):-
বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে।
বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather News):-
বুধবার মহানগরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি। বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।