WB Police Death News: টহলদারির সময় বেঘোরে গেল প্রাণ, বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নিহত ২পুলিশ কর্মী

Published : Jul 02, 2025, 12:07 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Police Death News: রাতে টহল দেওয়ার সময় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

মহিষাদল: রাতের শহরে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশকর্মীর। মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গাড়ুঘাটা এলাকায়। দুর্ঘটনার খবর পাওয়া পরেই দ্রুত ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে মহিষাদল থানা এলাকার গাড়ুঘাটার কাছে টহল দিচ্ছিল একটি টহলদারি পুলিশ ভ্যান। গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার এসআই জয়ন্ত ঘোষাল-সহ আরও দুই পুলিশকর্মী।

জানা গিয়েছে, সেই সময়েই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে। গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি। তাদেরকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই জয়ন্ত ঘোষাল যিনি মহিষাদল থানার সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন তাঁকে এবং এক কনস্টেবল হোসেন খানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত আরও এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে ধাক্কা মারার পর ঘাতক ডাম্পারটি পালিয়ে যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ডাম্পারটিকে আটক করে। গ্রেফতার করা হয় ডাম্পার চালককে। ধৃত চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইউক্যালিপটাস গাছ, হাওড়া পুরসভায় মৃত্যু ২ কর্মীর। জানা গিয়েছে, বুধবার সাতসকালে ভয়ংকর কাণ্ড। হাওড়া পুরসভা চত্বরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ইউক্যালিপটাস গাছ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই নিরাপত্তারক্ষীর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সূত্রের খবর, অন্যান্যদিনের মতোই বুধবার সকাল পৌনে ৬টা নাগাদ পুরসভার তিনকর্মী পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর ঘরের উলটোদিকে বসে চা খাচ্ছিলেন। আচমকাই ওই ইউক্যালিপট্যাস গাছটি ভেঙে পড়ে তাঁদের উপরে। ঘটনাস্থলেই মারা যান উমেশ মাহাতো (৪৮) ও মহম্মদ নূর ইসলাম (৫৫) নামে দুই পুরকর্মী। গাছের নিচে চাপা পড়ে জখম হন আরও এক পুরকর্মী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর।

মৃত দু’জনই পুরসভার নিরাপত্তা রক্ষী ছিলেন। একজন সরকারি কর্মী, অন্যজন অস্থায়ী। এই দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পুরসভায় পৌঁছন প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পুরসভার পক্ষ থেকে মৃত কর্মীদের দুই পরিবারকেই সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তবে আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ সকলেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না