চলতি বছরে অনেক রাজ্যেই রেকর্ড করা বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। নদী, পুকুর ও বাঁধ কানায় কানায় ভরে গিয়েছে। এবার শোনা যাচ্ছে ফের হবে বৃষ্টি। দুটি পশ্চিমা ঝঞ্ঝা পর পর দেশে প্রবেশ করবে। প্রথমটি ১৮ এবং দ্বিতীয়টি ২০ ডিসেম্বর সক্রিয় হবে। যার জেরে উত্তর ভারতও পাহাড়ি রাজ্যে হবে বৃষ্টি। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। সমতল ঠান্ডার বাতাসের কারণে কমবে তাপমাত্রা।