শীত না গরম! কেমন থাকবে এবার বড়দিনের আবহাওয়া? তারই পূর্বাভাস দিল হাওয়া অফিস

Published : Dec 18, 2025, 07:00 PM IST

এবার কেমন কাটবে বড়দিন? কেমন থাকবে ২৫ ডিসেম্বরের আবহাওয়া? তাই নিয়েই জল্পমা তুঙ্গে। কারণ ডিসেম্বরের প্রথম দিকে শীত পড়লেও দিন যত যাচ্ছে ততই বাড়ছে গরম। 

PREV
16
শীত না গরম কেমন থাকবে বড়দিন?

বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর- মানের বাঙালির কাছে উৎসবের মেজাজ। শীতের উৎসব। বড়দিন মানেই বেড়াতে যাওয়া, জমিয়ে খাওয়াদাওয়া আর নিছক আড্ডা। কিন্তু এবার কেমন কাটবে বড়দিন? কেমন থাকবে ২৫ ডিসেম্বরের আবহাওয়া? তাই নিয়েই জল্পমা তুঙ্গে। কারণ ডিসেম্বরের প্রথম দিকে শীত পড়লেও দিন যত যাচ্ছে ততই বাড়ছে গরম।

26
তাপমাত্রা উর্ধ্বগামী

গতকয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা উর্ধ্বগামী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭

ডিগ্রির আশেপাশে। ২৪ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হওয়ার তেমন কোনও ইঙ্গিত দেয়নি আলিপুর হাওয়া অফিস। তবে আকাশ থাকবে পরিষ্কার।

36
বড়দিনের আবহওয়া

বড়দিনেও যে খুব জাঁকিয়ে শীত পড়বে তেমন মনে করছে আবহাওয়াবীদরা। তাদের কথায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রাও তেমন কোনও পরিবর্তন হবে না। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস।

46
জাঁকিয়ে শীতে বাধা

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে। দিনের বেলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া বাধা দিতে পারছে না পূর্বালী বাতাসতে। তাতে আরও চড়ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না কাটলে তাপমাত্রা সেভাবে নামবে না।

56
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে থাকবে হালকা কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী কয়েক দিন জেলার তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তার থেকে নিচে নামবে না।

66
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ওপরের জেলাগুলির তাপমাত্রা ৯-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দার্জিলিং জেলা সংলগ্ন পার্বত্য এলাকার তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাবে। আগামী ৭ দিন তাপমাত্রার বড় হেরফের হওয়ার সম্ভাবনা কম।

Read more Photos on
click me!

Recommended Stories