লাল সতর্কতা ২ জেলায়, ঘূর্ণাবর্তের জেরে এবার উত্তরে চলবে তাণ্ডব, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Published : Aug 02, 2025, 11:48 AM IST

দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি, অন্যান্য জেলায় কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

PREV
15

দক্ষিণবঙ্গ থেকে অবশেষে বিদায় নিয় ঘূর্ণাবর্ত। এবার তার জেরে দুর্যোগের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। আগামী সপ্তাহে উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে দুটি জেলায়। তবে, দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে বলে খবর।

25

সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা ক্রমে উত্তর দিকে সরে যাচ্ছে। এখন উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। যদিও বিক্ষিপ্ত ভাবে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলায় জেলায়।

35

সূত্রের খবর, দক্ষিণরের জেলায় বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। তবে, গত কয়েকদিন ধরে যে ভাবে টানা বৃষ্টি হয়েছে রেহাই মিলবে তার থেকে। পরিবর্তে উত্তরবঙ্গের জেলায় বাড়বে দুর্যোগ।

45

আজ শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হবে। দু-এক জায়গায় হতে পারে অতি প্রবল বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

55

দক্ষিণবঙ্গে আপাতত কোথাও ভারী বৃষ্টি নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই সংক্রান্ত সতর্কতা রয়েছে। শনিবার জারি রয়েছে সতর্কতা। তেমনই ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Read more Photos on
click me!

Recommended Stories