নিম্নচাপ সরলেও দুর্যোগ কাটছে না বঙ্গে, মঙ্গলবার থেকে ঘুরবে আবহাওয়া
Weather Update: নিম্নচাপ সরলেও দুর্যোগ কাটছে না। হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে নতুন করে বৃষ্টি বাড়বে। অস্বস্তি কিছুটা কমছে। কিন্তু বৃষ্টির শুরুর সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।

ঝমঝমিয়ে বৃষ্টি
গত কয়েক দিনের বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী। জমা জলে বিপর্যস্ত জীবন। প্রায় একই অবস্থা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দাদের। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে প্রায় ১২৭ মিলি মিটার। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কাঁকুড়গাছিতে- ১৮০ মিলিমিটার। বলা যেতে পারে চলতি বর্ষার মরশুমে এটাই ছিলে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি কতদিন? হাওয়া অফিসের উত্তর এখনই কাটছে না দুর্যোগ।
নিম্নচাপ সরছে
হাওয়া অফিস জানিয়েছে গভীর নিম্নচাপ ক্রমশঃ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমের জেলার দিকে সরছে। নিম্নচাপের গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটার। কিন্তু নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। নিম্নচাপ এগিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে। জামশেদপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে। রাঁচি থেকে অবস্থা ১১২ কিলোমিটার। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপ এদিন সন্ধ্যের মধ্যেই বঙ্গের পশ্চিম অঞ্চলের জেলার ওপর দিয়ে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
মৌসুমি বায়ুর গন্তব্য
মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয় অক্ষরেখা বাঁকুড়া ও কলকাতার ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘু চাপ এলাকা পর্যন্ত বৃস্তৃত রয়েছে। যার কারণে এদিনও বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাকলা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে এদিনও মুখভার থাকবে আকাশের। বৃষ্টিও হবে বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও স্বস্তি নেই। মঙ্গলবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও দুই মেদিনীপুরে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পুরুলিয়াতে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। শনিবার শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। কাল রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

