নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা! উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি

Published : Aug 04, 2025, 07:04 AM IST

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

PREV
15
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘুর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

25
বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

35
উত্তরবঙ্গের অতিবৃষ্টির সর্তকতা

সোমবার উত্তরবঙ্গের  জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

45
পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা

দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

55
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি

মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা উত্তর দিনাজপুর জেলাতে।

Read more Photos on
click me!

Recommended Stories