সঞ্চালিকা মহুয়াকে প্রশ্ন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সেখানেই মহুয়া সরাসরি বলে দেন, 'শুয়োরদের সঙ্গে আমি কুস্তি করতে পারবে না।' তবে এখানেই শেষ নয়, শ্রীরামপুরের সাংসদের উদ্দেশ্যে মহুয়া রীতিমত কড়া বাক্যই ব্যবহার করেন। তিনি বলেন, কল্যাণকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন। তিনি কল্যাণকে যৌন অসুখী বলেও টার্গেট করেন।