Darjeeling: দার্জিলিং-এ বিভীষিকা! ভয়ঙ্কর বৃষ্টিপাত পাহাড় জুড়ে, ধসে মৃত্যু, পর্যটনও বিপন্ন

Published : Oct 03, 2024, 02:30 PM IST
Nepal

সংক্ষিপ্ত

Darjeeling: দার্জিলিং-এ বিভীষিকা! ভয়ঙ্কর বৃষ্টিপাত পাহাড় জুড়ে, ধসে মৃত্যু, পর্যটনও বিপন্ন

দার্জিলিং-এ মারাত্মক বিপর্যয়! টানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন। রাতভর বৃষ্টি পড়ছে পাহাড় জুড়ে। বুধবার রাতে একাধিক জায়গায় ধস নেমেছে পাহাড়ে। এই ভয়ঙ্কর ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পুজোর মুখে এই ভয়াবহ বিপর্যয়ে পর্যটন শিল্পে বড় ক্ষতি করতে পারে বলে অনুমান করা যাচ্ছে।

বুধবার রাতভর বৃষ্টি হয়েছে পাহাড়ে বলে জানা গিয়েছে। যার জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সিংটামের কাছে ধসের কারণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।

মৃত ব্যক্তির নাম রঘুবীর রাই বয়স ৭১ বলে জানা যায়। নিহত ব্যক্তির বাড়ি সুখিয়ার বুজুয়া এলাকায়। ওই বৃদ্ধের পরিবারকে ক্ষতিপূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়াও প্রবল ধস নেমেছে দার্জিলিংয়ের রক গার্ডেনস এলাকাতেও। রাস্তাজুড়ে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন প্রশাসন।

আবহাওয়া সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার সকা পর্যন্ত দার্জিলিংয়ে ১৭৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে আরও কয়েকদিন বৃষ্টিপাট চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুজোর মুখে বৃষ্টি ও ধসের কারণে ব্যাপক সমস্যা দেখা গিয়েছে।

এরপর আরও বৃষ্টিপাত হলে একেবারে মুখ থুবড়ে পড়বে পর্যটন শিল্প বলে জানা গিয়েছে। পুজোর মধ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং-এ।

                             

                                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের