স্ত্রীয়ের কান কাটলেন স্বামী, পাল্টা স্বামীর মাথা ফাটালেন স্ত্রী! রান্নাঘরেই তুমুল মারপিট, কোথায়?

হুগলিতে (Hooghly) চূড়ান্ত দাম্পত্য কলহ। মহালয়ার দিন একেবারে তুঙ্গে পৌঁছে গেল পারিবারিক অশান্তি।

হুগলিতে (Hooghly) চূড়ান্ত দাম্পত্য কলহ। মহালয়ার দিন একেবারে তুঙ্গে পৌঁছে গেল পারিবারিক অশান্তি।

রান্নাঘরের মধ্যেই স্বামী-স্ত্রীর (Husband-Wife) মধ্যে বেঁধে গেলে তুমুল মারপিট। হাতাহাতি এমন জায়গায় গিয়ে পৌঁছল যে, স্ত্রীর কান কাটল স্বামী। পালটা স্বামীর মাথা ফাতিয়ে দিলেন স্ত্রী। বুধবার, এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া (Uttarpara) শিবতলা স্ট্রিটে। কিন্তু কী নিয়ে এইরকম চরম অশান্তি, তা যদিও এখনও স্পষ্ট নয়।

Latest Videos

জানা যাচ্ছে, আহত দম্পতির নাম বিনোদ কুমার শর্মা এবং মাধুরী শর্মা। আহত দম্পতির মেয়ে জানিয়েছেন, বিনোদ ধুলাগড়ে কাজ করেন। মহালয়ার জন্য ছুটিতে বাড়িতেই ছিলেন। আর তাঁর মা তখন রান্না করছিলেন। আচমকাই বিনোদ তাঁর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন।

কথা কাটাকাটি চলতে চলতে হঠাৎই ছুরি দিয়ে স্ত্রীয়ের কানে আঘাত করে বসেন তিনি। পালটা পিঁড়ি দিয়ে বরের মাথায় মারেন স্ত্রী মাধুরী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিনোদ। একেবারে রক্তারক্তি কাণ্ড বেঁধে যায়।

এদিকে এই চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা সবাই জড়ো হয়ে যান। আহত মহিলাকে তখনই উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে, বিনোদ কুমার ঘরের মেঝেতেই পড়েছিলেন।

পরে জানা গেল, তাঁর মাথায় ঘটি দিয়ে আঘাত করা হয়েছে। এরপর পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ইতিমধ্যেই এই বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

কিন্তু হটাৎ কী কারণে এইরকম কেলঙ্কারি কাণ্ড ঘটিয়ে ঘটিয়ে বসলেন দুজন, তা এখনও কেউই বুঝে উঠতে পারছেন না। কোন ঘটনা থেকে স্বামী-স্ত্রী দুজনেই এতটা উত্তেজিত হয়ে উঠলেন, সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari