Uttar kanya Chalo Yatra: শহিদ দিবসের পাল্টা শুভেন্দুর ডাকে বিজেপির 'উত্তরকন্যা চলো' অভিযান, উত্তরবঙ্গ জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা

Published : Jul 21, 2025, 10:07 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: তৃণমূলের একুশের জুলাইয়ের পাল্টা বিজেপির উত্তরকন্যা অভিযান। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া শিবিরের এই অভিযানে কড়া পুলিশি নিরাপত্তা। জানুন আরও বিশদে… 

Suvendu Adhikari News: শুভেন্দুর ডাকে বিজেপির যুব মোর্চার 'উত্তরকন্যা চলো' অভিযান আজ। শিলিগুড়িতে আঁটোসাঁটো পুলিশি বন্দোবস্ত। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে বিজেপির যুব মোর্চা 'উত্তরকন্যা চলো' অভিযানের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। রবিবার রাত থেকেই কলকাতা সহ উত্তরবঙ্গের (North Bengal News Today) বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতৃত্ব শিলিগুড়িতে এসে পৌঁছেছেন।

সোমবার সকাল ১১টা নাগাদ বিজেপি কর্মী-সমর্থকেরা তিনবাত্তি মোড়ে জড়ো হবেন। সেখান থেকে মিছিল করে তারা উত্তরকন্যার নিকটবর্তী চুনাভাটি এলাকায় সভাস্থলে যাবেন বলে জানা গিয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচিকে বিজেপির 'শক্তি প্রদর্শন' বলেই মনে করছেন রাজনৈতিক মহল। একপ্রকার নিজেরাই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব (BJP Bengal))।

অন্যদিকে, বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তরকন্যার সমস্ত প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে জলকামান, প্রস্তুত থাকবে বজ্রগাড়ি। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আইসি-ওসিদের পাশাপাশি বেশ কয়েকজন আইপিএস আধিকারিককেও ডেকে আনা হয়েছে। আটটি বিশেষ মোবাইল ইউনিট থাকবে। মিছিলের ভিডিওগ্রাফি করা হবে ড্রোনের মাধ্যমে। উত্তরকন্যার পাশাপাশি তিনবাত্তি মোড়, ফুলবাড়ি সহ আশেপাশের এলাকাগুলিতেও মোতায়েন থাকবে র‍্যাফ।

এছাড়াও ২১ জুলাই বড় কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপদেশ মেনেই কাজ শুরু করতে চলেছেন বিজেপি নেতা। বিজেপি সূত্রের খবর, রাজ্যে ফিরেই জোরদার কাজ শুরু করতে পরামর্শ দিয়েছিলেন জেপি নাড্ডা। সেই মতই বড় পদক্ষেপ নিয়েছেন। তবে নিজের খাসতালুক থেকেই কাজ শুরু করতে চলেছেন দিলীপ। ২১ জুলাই নিজেরই পূর্বতন কেন্দ্র খড়গপুরে শহিদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই দলের শহিদদের স্মরণ করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর , দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে দলের আদি নেতা ও কর্মীদের ডেকেছেন। দিলীপের এই কর্মসূচি একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি তেমনই শুভেন্দুদেরও পাল্টা কর্মসূচি। ২১ জুলাই বিজেপির যুব মোর্চার ডাকে রয়েছে উত্তরকন্যা ঘেরাও অভিযান। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। শুভেন্দুরা যখন উত্তরবঙ্গে থাকবেন তখন দিলীপ থাকবেন দক্ষিণবঙ্গে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা
'বাবরি মসজিদ নির্মাণ হবেই কোন শক্তি আটকাতে পারবে না', হুঙ্কার হুমায়ুনের