
Hooghly News: টিকিট কেনার অজুহাতে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। হাতেনাতে ধরা পড়ল যুবককে জুতার মালা পরিয়ে ওই মহিলা ঝাঁটাপেটা করে। ঘটনাটি ঘটেছে, হাওড়া-বর্ধমান মেইন লাইনের হিন্দমোটর রেলস্টেশনের কাছে। রেলওয়ের অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট কেনার অজুহাতে এক যুবক এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা যুবককে হাতেনাতে ধরে জুতোর মালা মালা পরিয়ে মারধর করে। ভুক্তভোগী মহিলা যুবককে ঝাঁটা পিটা করেন। এরপর অভিযুক্তের মাথায় একটি পচা ডিম ভেঙে দেওয়া হয়, মুখে গোবর মাখিয়ে দেওয়া হয় এবং জুতার মালা পরিয়ে দেওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। স্থানীয় কাউন্সিলর প্রবীর কৌশমণি বলেন, ‘’ঘটনাটি আমারও কানে এসেছে শুনলাম যে হিন্দমোটর বিদ্যাসাগর বাজার এলাকায়, এক যুবক টিকিট কেনার অজুহাতে অস্থায়ী কাউন্টারে প্রবেশ করে এবং এক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করে। পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে।" আমরা চাইছি যাদের এই ধরনের মানসিকতা তাদের কঠোর শাস্তি হোক।
অন্যদিকে, 'বিতর্কিত সিভিক' টিকিট না থাকায় মার! গুরুতর অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন চত্বরে ঘটেছে এই ঘটনাটি। আবারও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিভিক ভলান্টিয়ার। এবার উঠল মারধরের অভিযোগ।
এবার এক যুবকের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিলেন এক যুবক। কিন্তু সেখান থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টায়ারের ( Civic Volunteer) বিরুদ্ধে। গোটা রাজ্য জুড়ে সিভিকদের হাবভাব রীতিমতো বিতর্কিত।
সিভিক ভলান্টিয়ারের মারে যুবকের আঙ্গুল কেটে গেছে বলেও জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার। স্টেশনে বসে একজন যুবক গেম খেলছিলেন। এরপর তাঁর কাছে গিয়ে সেই সিভিক টিকিট দেখতে চান। কিন্তু সেই যুবক জানায় যে, সে কোথাও যাবে না। স্টেশনে এমনিই বসে আছে। অভিযোগ, তারপরেই তাঁকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর সেই ঘরে নিয়ে গিয়ে, সেই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে বলে গুরুতর অভিযোগ সামনে আসছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।