রেশন দুর্নীতি মামলার তদন্তকারীদের ওপর হামলা হওয়ার জল গড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত।
দুর্নীতির তদন্ত করতে গিয়ে মারাত্মকভাবে জখম হলেন ইডি আধিকারিকরা। এই ঘটনার জল গড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতর।
শুক্রবার, ৫ জানুয়ারি সকালে রেশন দুর্নীতি মামলায় একটি তদন্তকারী অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ED। শাসকদলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসাজশ সন্দেহ করে দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির দিকে যাচ্ছিলেন তদন্তকারীরা।
অফিসাররা যখন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই নেতার বাড়ির সামনে পৌঁছন, তখন আচমকাই তাঁদের ওপর হামলা চালায় আঞ্চলিক দুষ্কৃতীরা। তাঁরা শেখ শাহজাহানের অনুগামী বলে অনুমান করছেন তদন্তকারীরা। এই হামলার জেরে মাথা ফেটে যায় দুই সরকারি আধিকারিকের, জখম হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের।
সেই ঘটনায় এবার আরও চাপে পড়তে হল রাজ্য সরকারকে। ঘটনার পাঁচ দিনের মাথায় রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এনফোর্সমেন্ট আধিকারিকাদের (ED) কেন আক্রান্ত হতে হল, তা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
গত শুক্রবার হামলা হওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ইডি-র সদর দফতরেও রিপোর্ট পেশ করেছিলেন আক্রান্ত ইডি অফিসাররা। তাঁদের অভিযোগ, সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে ইডি যে এফআইআর দায়ের করেছিল, সেই FIR-এ খুনের চেষ্টার অভিযোগের ধারা রাখেনি পুলিশ। এমনকি, FIR-র কপিও দেওয়া হয়নি তাঁদের হাতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।