ভয়াবহ! কলকাতায় অভিনেত্রীর গাড়িতে হামলা, ভেঙে দেওয়া হল কাচ, ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

Published : Aug 24, 2024, 09:30 AM IST
Payel

সংক্ষিপ্ত

ভয়াবহ! কলকাতায় অভিনেত্রীর গাড়িতে হামলা, ভেঙে দেওয়া হল কাচ, ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

আরজিকর কাণ্ডের পরে এমনিতেই কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাড়ায় পাড়ায় চলছে বিক্ষোভ। এর মাঝেও শহর কলকাতার বুকে এক মহিলার মৃত দেহ পাওয়া গিয়েছে। তাই নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল।

এবার ফের ভয়াবহ হামলার মুখে পড়তে হল এক অভিনেত্রীকে। ভেঙে দেওয়া হল গাড়ির কাচ। এক বাইক আরোহীর উপরে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে।

কিন্তু ঠিক কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

শুক্রবার সন্ধে সাতটা নাগাদ একটা ফেসবুক লাইভে এসে পুরো ঘটনাটি জানান অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। তিনি বলেন " আমি খুব একটা লাইভে আসি না। তবে আজ একটা জিনিস দেখতে আসতেই হল। অভিযুক্তকে দেখাব। বেপরোয়া গাড়ি চালিয়ে কী করেছে সেটাও দেখাব।" ভিডিওতে গাড়ির ভাঁঙা কাচের ছবি দেখান অভিনেত্রী। তিনি জানান," ঘটনাটি ঘটেছে সাউদার্ন অ্যাভিনিউয়ে। ২৭ সাউদার্ন অ্যাভিনিউয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। পুলিশ এসেছে। ছেলেটিকেও ধরা হয়েছে। কলকাতা শহরে এতবড় প্রতিবাদ কর্মসূচি চলছে, অথচ মেয়েদের কোনও নিরাপত্তা নেই"

এ ছাড়াও অভিনেত্রী জানান, " একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। তারপর আমার গাড়ির দরজায় টোকা মারে। আমি একটু কাচ নামাই। আমায় দরজা খুলতে বলে, আমি ভয়ে দরজা খুলিনি। এরপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাচ ভেহে দেয়। আমার গোটা শরীরে ছোট ছোট কাচের টুকরো। পুলিশ এসে উদ্ধার না করলে বেরতেও পারব না। কলকাতায় এতটাই নিরাপদ মেয়েরা।"

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু