রাজ্য জুড়ে অনলাইনেই জমা দিতে হবে বাড়ি ও সম্পত্তির কর! জেনে নিন কবে থেকে কীভাবে শুরু হবে এই পক্রিয়া

Published : Dec 17, 2024, 09:31 AM IST
Chief Minister Mamta Banerjee

সংক্ষিপ্ত

২৩ ডিসেম্বর থেকে রাজ্যে অনলাইনে বাড়ি ও সম্পত্তির কর জমা দেওয়া শুরু হবে। পঞ্চায়েত এলাকায়ও একইভাবে অনলাইনে কর প্রদান করা যাবে, শহরতলীর মতো। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হবে।

২৩ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে অনলাইনে বাড়ি ও সম্পত্তির কর জমা দেওয়ার কাজ। রাজ্যের বিভিন্ন এলাকায় এবার নিজের বাড়ি ও সম্পত্তির কর নিজেকেই অনলাইনে জমা দিতে হবে। কীভাবে এই কর জমা দেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার এই বিষয়ে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন। এমনকী পঞ্চায়েত দফতরেও আলোচনা করে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের মনেই ভাবনা ছিল যে এই কর কীভাবে আদায় করার কাজ করা হবে। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যেভাবে শহরতলীর মানুষরা অনলাইনে কর প্রদাণ করেন, এবার থেকে পঞ্চায়েত এলাকার মানুষরাও একইভাবে কর প্রদান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিকে পরীক্ষামূলকভাবেই এই পদ্ধতিতে কর নেওয়া চালু হবে। যদি সব কিছু ঠিক থাকে তবে এরপর থেকে তা পাকাপাকি ভাবে চালু করা হবে।

আরও পড়ুন- ২০২৫ সাল থেকে লক্ষ্মী ভাণ্ডার-সহ প্রতি পরিবার পিছু মিলবে ৩০০০ টাকা! জেনে রাখুন কীভাবে এটা সম্ভব

তবে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে ফর্ম ফিলাপ করে সম্পত্তি নথিভুক্ত করাতে হবে। এরপর এলাকাভিত্তিক ওই সম্পত্তির দাম কত হতে পারে তা নির্ধারণ করে এই কর অনলাইনে জমা দিতে হবে। জানা গিয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত এলাকায় কয়েক কোটি বাড়ির নথিভুক্ত করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?