২৪-এর লোকসভা ভোটে বঙ্গে ঠিক কতগুলো আসন জিতবে বিজেপি? জানলে চমকে যাবেন

সংক্ষিপ্ত

এবারে বাংলায় ঠিক কতগুলো আসন জিতবে বিজেপি? জেনে রাখুন আগেভাগেই

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২৪-এর লোকসভা নির্বাচন। দিল্লির গোদি দখলের লড়াইয়ে জোর কদমে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের ছবিটাও অনেকটা এক রকম। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে। এর উপরে সন্দেশখালি কাণ্ড, এসএসসি দুর্নীতির মতো একের পর এক ঘটনায় বাংলায় তৃণমূলের হাল বেহাল হয়ে পড়েছে। এই সময় বাংলায় ঠিক কতগুলি আসন পেতে পারে বিজেপি? তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনতিক মহলে।

বিভিন্ন জনমত সমীক্ষা থেকে যা উঠে এসেছে, তাতে এবার বাংলায় বিজেপির ফল রীতিমতো চমকে দিতে পারে। বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টেও তাই জানানো হয়েছে। জানা যাচ্ছে, কোনোভাবেই ৩০ এর নিচে আসন পাবে না বিজেপি অর্থাৎ বাংলার ৪২ টি আসনের মধ্যে ৩০টি আসন একেবারে বাঁধা রয়েছে বিজেপির। সেই আসনগুলি কোনটি কোনটি, একবার দেখা যাক। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান- দুর্গাপুর, বর্ধমান- পূর্ব, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, কাঁথি, উত্তর কলকাতা, বসিরহাট, হুগলি, দমদম, কৃষ্ণনগর, বনগাঁ, ব্যারাকপুর, মালদহ উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং, তমলুক। ৩৫ টি আসনকে বিজেপি টার্গেট করলেও ৩০ টি আসন নিশ্চিন্তে দখল করবে গেরুয়া শিবির, এমনটাই জানা যাচ্ছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'জীবন বদলে দিয়েছে মুদ্রা যোজনা' মোদীর সামনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলা | PM Modi Mudra Yojana
SSC Case News: রাষ্ট্রপতির কাছে এ কী আবেদন চাকরি হারাদের? দেখুন কী বলছেন তাঁরা