ডিএ বাড়ানো নিয়ে তোলপাড় রাজ্য। মুখমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই রাজ্যে ডিএ বাড়বে না এখনই।
27
বছর শেষ হতে না হতেই DA ঘোষণা করেছে কেন্দ্র। এরপরেই একের পর এক রাজ্যে নিয়ে নিয়ে বড়সড় ঘোষণা রয়েছে। কিন্তু এখনও দুশ্চিন্তার ভাঁজ এই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
37
এখনও পর্যন্ত DA নিয়ে সন্তুষ্ট নয় বাংলার কর্মীরা। ঠিক কবে ডিএ মিলবে তাই নিয়ে এখনই কোনও সঠিক খবর পাননি সরকারি কর্মীরা।
47
কিছুদিন আগে বেড়েছে হোমগার্ডদের ভাতাও। একলাফে অনেকটা বেতন বেড়ে গিয়েছে তাঁদের।
57
তবে এবার সঠিক খবর। ১০ শতাংশও নয়, ৩ শতাংশও নয়, এখনই বাড়ছে না সরকারি কর্মীদের ডিএ।
67
DA বাড়া নিয়ে এখনই কোনও বার্তা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
77
তাই DA কবে বাড়বে তা নিয়ে এখনও নিরাশায় বাংলার কর্মীরা।