অষ্টম বেতন কমিশনের ঘোষণা, কিন্তু কেন বাড়ছে না বাংলার সরকারি কর্মীদের ডিএ? এবার এল ‘জবাব’

Published : Jan 17, 2025, 01:35 PM IST

কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধির খবরে আনন্দ, রাজ্য কর্মীদের হতাশা—ডিএ নিয়ে প্রশ্নবাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও কেন বাড়ছে না রাজ্য সরকারি কর্মীদের ডিএ? এবার হয়ত এই প্রশ্নের উত্তর মিলল।

PREV
111

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে অষ্টম বেতন কমিশনের ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় সুখবর।

211

প্রায় ৪৯ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী এই নতুন কমিশনের সুবিধা পাবেন।

311

তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এই সুখবর যেন দূরের স্বপ্ন।

411

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ ডিএ পান, যেখানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।

511

এই ডিএ বৃদ্ধির ফারাক নিয়ে রাজ্য রাজনীতি আবার সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন।

611

তাঁর মতে, ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ক্ষমতাও হারিয়েছে।

711

রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে, যেখানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশন পেরিয়ে অষ্টমের সুবিধা পেতে চলেছেন।

811

রাজ্য সরকারি কর্মীদের দাবি, আরও ৩৯ শতাংশ ডিএ তাঁদের প্রাপ্য। তবে মমতা সরকারের অবস্থান কেন্দ্রীয় হারের ডিএ দেওয়ার বিরোধী।

911

২০২৩ সালের বড়দিনে রাজ্য সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল। তবে ২০২৪ সালের বড়দিনে এমন কোনো সিদ্ধান্ত আসেনি।

1011

এর ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক দিন দিন বাড়ছে।

1111

রাজ্য-কেন্দ্রের ফারাক:

কেন্দ্রীয় কর্মীরা ৫৩% ডিএ পান, রাজ্য কর্মীরা মাত্র ১৪%।

কেন্দ্রে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও রাজ্যে এখনও ষষ্ঠ কমিশনের আওতায় রয়েছে।

নতুন ডিএ বৃদ্ধির ঘোষণার কোনও সম্ভাবনা আপাতত রাজ্যে নেই।

click me!

Recommended Stories