মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয়! প্রস্তুতি কেমন ছিল? জানাল কোচবিহারের চন্দ্রচূড় ও পুরুলিয়ার সাম্য

মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয়! পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? জানাল চন্দচূড় ও সাম্য

প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা। মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩) । মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২) । মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দঃ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুস্পিতা বাঁশুরি, দঃ২৪ পরগণা থেকে নৈঋত রঞ্জন পাল (৬৯১)। মাধ্যমিকে চতুর্থ হয়েছেন হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)। মাধ্যমিকে পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)। মাধ্যমিক ২০২৪-এ পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।মাধ্যমিকে এবছর পাশ করেছে ৮৬.৩১ শতাংশ। পাশ করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৫২ জন। এই বিষয়ে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় জানায়, " ভীষণ ভালো লাগছে সকলের প্রত্যাশার রাখতে পারছি একাধারে। সাইন্স নিয়ে এগোচ্ছি মেডিক্যাল নিয়ে যাওয়ার ইচ্ছে। পড়াশুনো শুরু হয়ে গিয়েছে। আমি যা চাই তাতেই সহযোগীতা করবেন বাবা মা। তাঁরা অত্যন্ত খুশি। 

অন্যদিকে পুরুলিয়ার সাম্য জানিয়েছেন, “  ভালো লাগছে। পড়েছিলাম নইলে রেজাল্ট হবে কেন। আমার নির্দিষ্ট কোনও শিডিউল ছিস না। মাধ্যমিকের আগে বেশি করে পড়তাম। রাত্রে বেশি পড়া হত। সকালে উঠতে পারতাম না।”

Latest Videos

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল