কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ? সামনে এল চমকে যাওয়ার মতো স্বভাব! চাঞ্চল্যকর তথ্য দিলেন সহপাঠী

কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ? সামনে এল চমকে যাওয়ার মতো স্বভাব! চাঞ্চল্যকর তথ্য দিলেন সহপাঠী

Anulekha Kar | Published : Sep 21, 2024 1:21 PM
18
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ? এবার এই ব্যাপারে মুখ খুললেন সন্দীপের কলেজের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

28
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

আরজিকর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই তথ্য লোপাটের কারণে সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে।

38
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সন্দীপের সহপাঠী চিকিৎসক কৃষ্ণেন্দু বাগ। তিনি জানান, আরজি করের ১৯৮৯ থেকে ১৯৯৪ সালের ব্যাচ তাঁরা। ১৯৯৪ সাল পর্যন্ত একইসঙ্গে পড়াশুনো করছেন তিনি ও সন্দীপ।

48
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

কৃষ্ণেন্দু বাবু জানান, “আমারই ব্যাচমেট। সেই হিসাবেই চেনা। ইন্টার্নশিপ-হাউস্টাপশিপ করার পর থেকে সন্দীপের সঙ্গে আমার কোনও যোগাযোগই নেই।”

58
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

তিনি আরও জানান, “বন্ধু মহলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তাতেও সেভাবে যোগাযোগ নেই (সন্দীপের)। হয়তো ও যোগাযোগ রাখতে চায়না।”

68
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

তিনি আরও বলেন, “দেখে শুনে অবাক হচ্ছি, কলেজ লাইফের সন্দীপের সঙ্গে এটা মেলাতে পারছি না।”

78
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

অন্যদিকে সন্দীপ ঘোষকে গুজরাটে নিয়ে গিয়ে নার্কো টেস্ট করাতে চান সিবিআই।সন্দীপ ঘোষকে গুজরাটে নিয়ে গিয়ে নার্কো টেস্টের পক্ষপতী সিবিআই।

88
কলেজ জীবনে কেমন ছিলেন সন্দীপ ঘোষ?

এই টেস্ট নেওয়া হলে অনেকটাই রহস্যের সমাধান করা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos