দুর্গা পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। মাটি হতে পারে উৎসব। তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
নিম্নচাপের ভ্রুকুটি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুয়ায়ী সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ তার জেরেই বৃষ্টি হতে পারে এই রাজ্যে।
নিম্নচাপ নিয়ে চিন্তা
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী নিম্নচাপ কতটা শক্তিশালী হবে কোনও দিন অভিমুখ থাকবে তা এখনও স্পষ্ট নয়। কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
রবিবার বৃষ্টি
রবিবার কয়েকটি জেলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
বৃষ্টির সতর্কতা
কলকাতা ছাড়াও এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির সতর্কতা
লকাতা ছাড়াও এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অতিভারী বৃষ্টি নয়
আপাতত কয়েক দিন রাজ্যের কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।
উত্তরবঙ্গে বৃষ্টি
আপাতত উত্তরবঙ্গে কোনও জেলায় বৃষ্টি হবে না। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে মোটের ওপর শুকনো থাকবে।
আজ অস্বস্তি
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। চড়া রোজ আর আর্দ্রতাপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে।