আদিবাসীদের 'রেল রোকো' আন্দোলনে থমকালো বন্দে ভারতের চাকাও, মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে ট্রেন

Published : Feb 11, 2023, 03:41 PM IST
Vande Bharat Train Routes

সংক্ষিপ্ত

শনিবার সকাল থেকেই মালদা-সহ একের পর এক স্টেশনে প্রতিকী রেল অবরোধ কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা। ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।

শনিবার রাজ্যজুড়ে আদিবাসী সংগঠনের 'রেল রোকো','চাক্কা জ্যাম' কর্মসূচী। পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভে সরব আদিবাসী সেঙ্গেল অভিযান। সকাল থেকেই রেল অবরোধের জেরে ব্যহত পরিষেবা। বিক্ষোভের মুখে থমকে গেল মোদীর স্বপ্নের হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসও। মালদা স্টেশনে কিছুক্ষণের জন্য আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস। ফলত কিছুক্ষণের জন্য হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। শনিবার সকাল থেকেই মালদা-সহ একের পর এক স্টেশনে প্রতিকী রেল অবরোধ কর্মসূচী পালন করেন আন্দোলনকারীরা। ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। যদিও পূর্ব রেলের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে কোনও ট্রেনকে পাঁচ মিনিটের বেশি দাঁড় করানো হয়নি।

আদিবাসী সমাজের একটি পৃথক ধর্মে দাবি দীর্ঘদিনের। এই ধর্মের নাম সারনা ধর্ম। তাঁদের দাবি নিজস্ব ধর্মাচারণ করতে চান তাঁরা। তার জন্য সারনা ধর্মকে স্বীকৃতি দিতে হবে। '২০২৩-এ সারনা ধর্ম কোড' বলবতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে 'মারাংবুরু বাঁচাও'। এই দাবিতে পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডি-সহ একাধিক স্থানে রেল অবরোধ করছেন আদিবাসীরা। শনিবার সকাল থেকেই মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ। পথ অবরোধও করা হয় বলে জানা যাচ্ছে। সেঙ্গেল অভিযানের ডাকে বাংলা ছাড়াও অবরোধ ছড়িয়েছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসমেও। রেল পুলিশের হসক্ষেপে বেশ কিছু জায়গায় অবরোধ ওঠে বলে জানা যাচ্ছে।

সপ্তাহের শেষ দিনে রেল অবরোধের কারনে সকাল থেকেই ব্যহত ট্রেন পরিষেবা। সকাল ৬টা থেকে টানা দু'ঘন্টা চলে অবরোধ। বেশ কিছু ট্রেন বাতিল হয়। ঘুরপথে চালাতে হয় বেশ কিছুট্রেন। খড়গপুর ডিভিশন থেকে বেশ কিছু ট্রেনকে অন্য পথে চালাতে বাধ্য হয় রেল। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে অবরোধের জেরে আটকে পড়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া চাণ্ডিল শাখার বেশ কিছু যাত্রীবাহী ট্রেন। আন্দোলনের আঁচ ছড়িয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিলিগুড়ি মোড়েও পথ অবরোধ কর্মসূচি সেঙ্গেল অভিযানের। সকাল ৮টা থেকে বন্ধ ছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ বালুরঘাট ১০/এ রাজ্য সড়ক। পথ অবরোধ করা হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাতীয় সড়কেও। পরেশনাথ পাহার আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলে বিক্ষোভ কর্মসূচি। শনিবার রাজ্যজুড়ে এই কর্মসূচীর কথা আগেই জানিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন - 

'আগে শুধু বামপন্থীরাই প্রকল্পের সুবিধা পেতেন, আজ এই রাজ্য উন্নয়ন থেকে বঞ্চিত নয়'- ত্রিপুরায় প্রধানমন্ত্রী মোদী

২০শে মার্চ থেকে ফের দিল্লি জুড়ে আন্দোলন শুরু, এবার কি চাইছেন কৃষকরা?

শনিবার রাজ্যজুড়ে 'রেল রোকো' আন্দোলন, কোথাও 'চাক্কা জাম', 'সারনা ধর্ম কোড' চালু করার দাবিতে আদিবাসীদের রেল অবরোধ

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI