উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! প্রথম হয়েছেন আলিপুরদুয়ার থেকে অভিক দাস, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

Published : May 08, 2024, 01:24 PM ISTUpdated : May 08, 2024, 01:38 PM IST
HS Exam

সংক্ষিপ্ত

এই বছর মোট ৭ লক্ষ ৫৫ হাজার ৩৪০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। ৬৯ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। উচ্চ মাধ্যমিকে প্রথম তিনে কারা?

আজ উচ্চ মাধমিক ২০২৪ এর ফল প্রকাশ। প্রকাশিত হল পরীক্ষার মেরিট লিস্ট। ছুটির দিনেই প্রকাশিত হল ফলাফল। প্রথম তিনে কারা? 

এই বছর মোট ৭ লক্ষ ৫৫ হাজার ৩৪০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন। ৬৯ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এই বছর প্রশ্নপত্রে কোনও সমস্যা হয়নি। মার্কশিটের কিউআর কোড স্কযান করলেই পাওয়া যাবে রেজাল্ট সম্পর্কিত তথ্য। ছাত্রী সংখ্যা ৯১ হাজারের বেশি। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষায় ছাত্র ও ছাত্রীর অনুপাত হল ৪৫: ৫৬। শুক্রবার মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। 

এই বছর ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হয়েছে ২৯  ফেব্রুয়ারি। আজ ৮ মে ফল প্রকাশিত হল ফলাফল। বেলা তিনটে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল জানতে পারবেন। সংসদের ওয়েব সাইটে মিলবে ফলাফল। এ ছাড়াও বেশ কিছু বেসরকারি ওয়েবসাইটে ফলাফল দেখতে পাওয়া যাবে। এই বছর প্রথম তিনে কারা? আসুন জেনে নেওয়া যাক।

এই বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার প্রায় ৯০ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় পশ্চিম মেদিনীপুর। প্রথম দশে রয়েছেন ৫৮ জন। প্রথম দশে সব থেকে বেশি রয়েছে হুগলি জেলা থেকে। ১৩ জন ছাত্রছাত্রী হুগলি থেকে প্রথম দশে রয়েছেন।

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অভিক দাস। আলপুরদুয়ার থেকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন অভিক দাস। 

দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।

তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত ।মালদা থেকে ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় অভিষেক।

মেয়েদের মধ্যে চন্দননগরের স্নেহা ঘোষ তার প্রাপ্ত নম্বর ৪৯৩

আরও পড়ুন: আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! কখন পাবেন ফলাফল, কীভাবে দেখবেন নিজের মার্কশিট? জেনে নিন সহজ উপায়

রোল নম্বর ও জন্ম তারিখ দিয়েই দেখা যাবে পরীক্ষার ফলাফল। সংসদের ওয়েবসাইট থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। এ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি ওয়েবসাইটেও ফলাফল জানা যাবে।

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: 'মমতা অগ্নিকন্য়া থেকে এখন ঘুগনি কন্যায় পরিণত হয়েছেন!' চরম খোঁচা সুকান্তর
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আলু-নীতির তীব্র সমালোচনা, বেচারাম মান্নাকে ধুয়ে দিলেন আলু ব্যবসায়ী