আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! কখন পাবেন ফলাফল, কীভাবে দেখবেন নিজের মার্কশিট? জেনে নিন সহজ উপায়

Published : May 08, 2024, 09:44 AM IST
HS Result 2023

সংক্ষিপ্ত

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ! কখন পাবেন ফলাফল, কীভাবে দেখবেন নিজের মার্কশিট? জেনে নিন সহজ উপায়

ছুটির দিনেই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। আজ ৮ মে বেলা একটা নাগাদ উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে। অন্যান্য বছরের মতোই এই বছরও অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। দুপুর তিনটে থেকে অনলাইন রেজাল্ট চেক করা যাবে।

১ টা নাদাগ প্রকাশিত হবে মেরিট লিস্ট। ২০২৪-এর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর দিনে। অবশেষে প্রতীক্ষার অবসান। সরকারি ওয়েবসাইট ছাড়াও ফল প্রকাশিত হবে আরও বেশ কিছু বেসকারি ওয়েবসাইটে। খুব সহজেই নিজের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। তবে সংসদের ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে সহজে।

রোল নম্বর ও জন্ম তারিখ দিয়েই দেখা যাবে পরীক্ষার ফলাফল। সংসদের ওয়েবসাইট থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। এ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি ওয়েবসাইটেও ফলাফল জানা যাবে।

কীভাবে সহজেই অনলাইনে নিজের নম্বর জেনে নিতে পারবেন জেনে নিন-

১) প্রথমে digilocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে একটি ডিজিলকার অ্যাকাউন্ট খুলতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সাইন আপ করতে হবে।

৩) এরপর যে বোর্ডের মার্কশিট চান তাতে ক্লিক করুন।

৪) এবার দিতে হবে রোল নম্বর এবং পাশ করা বছরের তারিখ

৫) সঙ্গে সঙ্গে স্ক্রিনে চলে আসবে আপনার মার্কশিট।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ