বাড়ির নীচে বিশাল সুড়ঙ্গ, যা দিয়ে সোজাসুজি পৌঁছান যায় বাংলাদেশে! এই পথে কী করত সাদ্দাম?

Published : Jul 20, 2024, 08:38 AM IST
Saddam

সংক্ষিপ্ত

বাড়ির নীচে বিশাল সুড়ঙ্গ, যা দিয়ে সোজাসুজি পৌঁছান যায় বাংলাদেশে! এই পথে কী করত সাদ্দাম?

বাড়ির নীচে রয়েছে বিশাল এক সুড়ঙ্ক। সেই সুড়ঙ্গ আবার মিশ্ছে পাশের নদীতে। এই নদীপথেই সোজা পৌঁছন যাবে বাংলাদেশ। এভাবেই দিনের পর দিন নাকি মূর্তি পাচার করতেন সাদ্দাম সর্দার। দক্ষিণ ২৪ পরগণার কুলতলির বাসিন্দার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। ঘটনার তদন্ত করতে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিঁখোজ সাদ্দাম। কোনও মতেই তাকে খুজে পাওয়া যাচ্চে না।

পুলিশ সূত্রে খবর, " মাটির নিচের একটি ঘরে একটি সুড়ঙ্গ খুঁডেছিল সাদ্দাম। পুরো সুড়ঙ্গটাই কংক্রিটের তৈরি। একদিক ঘরের দিকে খোলা ছিল। অন্যদিক খালের সঙ্গে যুক্ত ছিল। এই সুড়ঙ্গ দিয়েই বাংলাদেশে যেত মূর্তি।

নকল সোনার একটি মূর্তি নদিয়ার এক ব্যক্তিকেও বিক্রি করে সাদ্দাম। নকল মূর্তি বিক্রি করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল সাদ্দাম। এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে।

তবে তাকে গ্রেফতার করতে গিয়ে চরম বিপাকের মুখে পড়তে হয়েছে পুলিশকে। কুলতলিতে পৌঁছতেই পুলিশকে লাঠিসোঁটা নিয়ে হামলা করে উত্তেজিত জনতা। এদিনের পুলিশের হাত থেকেও সাদ্দামকে ছাড়িয়ে নেয়। গুলিও চালায়। যার জেরেই সুযোগ পেয়ে পালিয় যায় সাদ্দাম সর্দার । ইতিমধ্যেই তার স্ত্রী ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগেই সক্রিয় দিলীপ ঘোষ, ঝড় তুললেন রামনগরে বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে
শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন